বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. আবু সাইয়িদ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৭:৫০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (রাকসু) সাবেক ভিপি অধ্যাপক ড. আবু সাইয়িদ।
বুধবার (২১ জানুয়ারি) বিএনপির অফিশিয়াল ফেসবুক পেইজের একটি অধ্যাপক সাইয়িদের বিএনপিতে যোগদানের ছবি সম্বলিত একটি পোস্টে এ তথ্য জানানো হয়।
ছবিতে দেখা যায়, গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে দিচ্ছেন অধ্যাপক আবু সাইয়িদ।
পোস্টে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, রাকসুর সাবেক ভিপি এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য প্রফেসর ড. আবু সাইয়িদ।
উল্লেখ্য, অধ্যাপক আবু সাইয়িদ ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ছিলেন। তিনি পাবনা-১ আসনের সংসদ সদস্য ছিলেন।
আমার বার্তা/এমই
