বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না: মির্জা আব্বাস
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১৪:৫৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি কখনোই প্রতিপক্ষের সঙ্গে বিবাদ বা সংঘাতে জড়াবে না। তিনি বলেন, বিজয় আমাদের দ্বারপ্রান্তে। এই বিজয় যেন কেউ নস্যাৎ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো ধরনের উস্কানিমূলক কথা বা কর্মকাণ্ডে পা দেওয়া যাবে না।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে আয়োজিত এক গণজমায়েতে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, একটি মহল অসৎ উদ্দেশ্যে বিএনপিকে ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের লক্ষ্য বাংলাদেশকে পরাধীন করে রাখা। তিনি বলেন, ১২ তারিখে ভোটের মাধ্যমেই জনগণ এই ষড়যন্ত্রের জবাব দেবে। বিএনপির জনপ্রিয়তার সামনে কোনো দল টিকে থাকতে পারবে না এটা সবাইকে বুঝে নিতে হবে।
বিএনপির নেতাকর্মীদের শৃঙ্খলার প্রশংসা করে তিনি বলেন, বিএনপি কখনোই অরাজক রাজনীতিতে বিশ্বাস করে না। দলের কর্মীরা শান্তিপূর্ণ ও দায়িত্বশীল। নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, কিন্তু তা হতে হবে উৎসবমুখর পরিবেশে।
তিনি আরও বলেন, বিএনপিকে কালিমালিপ্ত করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। যাদের নির্বাচনী রাজনীতির কোনো বাস্তব অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে অপমান করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরাজমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, “কিছু মানুষ আছে যাদের কথাবার্তায় কোনো শালীনতা নেই। ইতিহাস বলে, বেয়াদবির পরিণতি কখনো ভালো হয় না।
আমার বার্তা/এমই
