এনসিপির কাছে মালয়েশিয়া প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা

প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৭:৪৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের কাছে প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) কুয়ালামাপুরের একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনসিপি মালয়েশিয়ার সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ডায়াস্পোরা অ্যালায়েন্সের মালয়েশিয়া চ্যাপ্টারের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। এছাড়া মালয়েশিয়া চ্যাপ্টারের নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অংশগ্রহণকারী সদস্যরা কেন্দ্রীয় নেতাদের কাছে এনসিপির বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের মতামত জানতে চান এবং নেতারা বিষয়গুলোর ওপর আলোচনা করেন। আলোচনার প্রথম পর্বে এনসিপির ৫টি শক্তিশালী ভিত্তির ওপর আলোচনা করেন আলাউদ্দীন মোহাম্মদ।

তিনি বলেন, ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান যেটি এনসিপি প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কাজ করে যাচ্ছে। গণঅভ্যুত্থান এনসিপির রাজনীতির কেন্দ্রবিন্দু। বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো যখন বাংলাদেশের স্বৈরতন্ত্রের জাল ভেদ করতে পারেনি তখন এনসিপির আজকের তরুণ নেতৃত্বই গণতন্ত্র পুনরুদ্ধারে জীবন বাজি রেখে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল। তাই পরিপূর্ণ সংস্কারের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে এনসিপি সোচ্চার থাকবে।

 

আমার বার্তা/এল/এমই