ক্যানবেরায় কুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশ : ১৮ মে ২০২৫, ১৬:৫৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হলো এক অসাধারণ মিলনমেলা। একত্রিত হলো দেশের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রাক্তন শিক্ষার্থীরা। তারা বলছেন, এ পুনর্মিলনী শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, বরং শেকড়ের সঙ্গে অটুট বন্ধনের এক অনন্য প্রকাশ।

শনিবার (১৭ মে) বেলা ১১টায় ক্যানবেরারের সৌন্দর্যপূর্ণ ওডেনের সাউদার্ন ক্রস ক্লাবের করিনা রুমে এ মিলনমেলা শুরু হয়। বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহানউদ্দিন এবং ফেডারেল এমপি ডেভিড স্মিথ উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন।

অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন এই অনুষ্ঠানে, যেখানে ছিল স্বাগত বক্তব্য, স্মৃতিচারণ, পরিচিতিমূলক পর্ব এবং প্রাণবন্ত নেটওয়ার্কিং। মধ্যাহ্নভোজের সময় পরিবেশিত হয় ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার ও অস্ট্রেলিয়ান স্বাদের মিশ্রিত খাবার, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল এক সাংস্কৃতিক সংযোগের অনন্য অভিজ্ঞতা।

আয়োজকরা জানান, এ পুনর্মিলনী শুধুই একটি সামাজিক অনুষ্ঠান নয়, বরং এটি ছিল আমাদের শিকড়, মূল্যবোধ ও কুয়েট পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা আবার একত্রিত হতে পেরে গর্বিত ও কৃতজ্ঞ।

অতীতের স্মৃতি, বর্তমানের বন্ধন এবং ভবিষ্যতের প্রত্যয় নিয়ে এ মিলনমেলা শেষ হলেও অংশগ্রহণকারীরা অঙ্গীকার ব্যক্ত করেন যেন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকে এবং কুয়েট অ্যালামনাইদের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়।

 

আমার বার্তা/এল/এমই