মালয়েশিয়ায় রেলিং ভেঙে নিচে পড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৪১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

 মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বান্দার বাহরুর বাঙ্গি এলাকায় একটি ভবনের ২য় তলা থেকে পড়ে মো. ইব্রাহিম খলিল (২৮) নামে এক বাংলাদেশি কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
সহকর্মী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, নিহত ইব্রাহিম খলিল সারাদিনের কাজ শেষে থাকার রুম থেকে গোসল সেরে কাপড় শুকানোর জন্য বারান্দায় যান। বারান্দায় জমে থাকা পানির মধ্যে পা পিছলে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
 
নিহতের সহকর্মী মো. রোমান খান জানান, ইব্রাহিম শারীরিকভাবে এমনিতে একটু দুর্বল ছিল। তার ওপর সারাদিনের পরিশ্রম শেষে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। কাপড় শুকাতে যখন বারান্দায় যায় তখন পা পিছলে প্রথমে রেলিংয়ের সাথে ধাক্কা খায়। 
 
ধাক্কার সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ হারিয়ে বারান্দার রেলিং টপকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
মো. ইব্রাহিম খলিল বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তার পিতার নাম মো. মোতালেব।
 
খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রেখেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

আমার বার্তা/এল/এমই