স্পেনে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

স্পেনে বসবাসরত প্রবাসীদের সংগঠন নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ১৬ ডিসেম্বর ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের সব শহীদ ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারীর যোদ্ধা শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার রাত ১০টায় রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আল আমিন মিয়ার সভাপতিত্বে ও ইয়াসিন শিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, কমিউনিটি ব্যক্তিত্ব মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, আব্দুল কাইয়ুম মাসুক, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান, কমিউনিটি নেতা আবু জাফর রাসেল, ব্যবসায়ী সাইফুল মুন্সি ইকবাল, সংগঠনের সিনিয়র সহ সভাপতি খলিল খান, মনির সরকার, ফারুক শিকদার, রাফিউর রহমান, জহিরুল হক টুটুল, মাহমুদ, যোবায়ের প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীর শহীদদের ত্যাগের কথা স্মরণ করেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসে নরসিংদী জেলার মানুষদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটে। সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সব শহীদ ও জুলাই অভ্যুত্থানে নিহত সবার রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ আক্তার হোসেন।
আমার বার্তা/এমই
