অমুসলিম মা-বাবার জন্য মাগফিরাত কামনা করা যাবে?

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১৫:৫৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

জন্মগতভাবে প্রত্যেক নবজাতক মুসলিম থাকে। পরবর্তীতে মা-বাবার দেখানো পথ ও পরিবেশের কারণে ভিন্ন ভিন্ন ধর্মের পরিচয়ে পরিচিত লাভ করে। এক হাদিসে হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। তিনি বলেন—

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সন্তানই ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে থাকে। অতঃপর তার মাতা-পিতা তাকে ইহুদি, নাসারা অথবা অগ্নিপূজক বানিয়ে ফেলে। যেভাবে চতুষ্পদ জন্তু পূর্ণাঙ্গ জন্তুই জন্ম দিয়ে থাকে, এতে তোমরা কোন বাচ্চার কানকাটা দেখতে পাও কি? এরপর তিনি (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তিলাওয়াত করলেন,

فِطْرَةَ اللهِ الَّتِيْ فَطَرَ النَّاسَ عَلَيْهَا لَا تَبْدِيْلَ لِخَلْقِ اللهِ ذلِكَ الدِّيْنُ الْقَيِّمُ

আল্লাহর ফিতরাত, যার উপর তিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তায়ালার সৃষ্টি রহস্যে কোন পরিবর্তন নেই। এটাই সরল প্রতিষ্ঠিত দীন। (সূরা আর-রূম, আয়াত : ৩০, বুখারি, মুসলিম)

মা-বাবার দেখানো পথ ও পরিবেশের কারণে (হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ও অন্যান্য ধর্ম) ভিন্ন ধর্মের অনুসারী হলেও অনেক সময় অনেককে ইসলাম গ্রহণ করতে দেখায় যায়। পারিবারিক সূত্রে মুসলিম না হলেও পরবর্তীতে নিজস্ব বুঝের কারণে ইসলাম গ্রহণ করা মানুষদের নওমুসলিম বলা হয়।

কোনো নওমুসলিম ইসলাম গ্রহণের পর তার মা-বাবা ইসলাম গ্রহণ না করে মারা গেলে নওমুসলিম সন্তানের জন্য অমুসলিম মা-বাবার জন্য মাগফিরাত কামনার দোয়া করা জায়েজ নেই।

ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদদের মতে, ইসলামী শরিয়ত মোতাবেক কোনো অমুসলিমের জন্য মাগফিরাতের দোয়া করা বৈধ নয়। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন,

مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ

‘নবী ও অন্যান্য মুমিনদের জন্য জায়েজ নয় যে, তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, যদিও তারা আত্মীয়ই হোক না কেন, এ কথা প্রকাশ হবার পর যে, তারা জাহান্নামের অধিবাসী।’ (সূরা তওবা, আয়াত: ১১৩)

কাজেই মা-বাবা যদি হিন্দু অবস্থায় মারা যায় তাহলে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না।

উপরে উল্লেখিত সূরা তওবার আয়াতটির তাফসির সহিহ বুখারিতে এইভাবে বর্ণিত হয়েছে যে—

যখন নবীজি সা.-এর চাচা আবু তালেবের মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন নবী সা. তার কাছে গেলেন। তার কাছে আবু জাহল ও আব্দুল্লাহ বিন আবী উমাইয়্যাহ বসেছিল। নবী সা. বললেন, ‘চাচাজান! ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়ে নিন, যাতে আমি আল্লাহর কাছে আপনার জন্য প্রমাণ পেশ করতে পারি।

আবু জাহল ও আব্দুল্লাহ বিন আবী উমাইয়্যাহ বলল, ‘হে আবু তালেব! (মৃত্যুর) সময় আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবে?’ (শেষে অমুসলিম অবস্থাতেই আবু তালেবের মৃত্যু হলো।)

নবী সা. বললেন, ‘যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষেধ না করা হবে, ততক্ষণ আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকব।’ তখন এই আয়াতটি অবতীর্ণ হলো। এখানে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। (সহিহ বুখারি)


আমার বার্তা/এমই