মানুষের ওপর আল্লাহর রহমত নিয়ে যা বলেছেন মসজিদুল হারামের খতিব

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৭:৫৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বালীলাহ বলেছেন, আল্লাহ তায়ালা বান্দাদের প্রতি বিভিন্নভাবে তার রহমত প্রকাশ করছেন। তার মধ্যে একটি হলো— তিনি তাদের প্রতি তার কিতাবসমূহ নাজিল করেছেন, রাসূলগণকে পাঠিয়েছেন, তাদের শাস্তি দিতে তাড়াহুড়ো করেননি, তাদেরকে তওবার আহ্বান জানিয়েছেন এবং তার দিকে ফিরে আসতে ডেকেছেন।

শুক্রবার জুমার খুতবায় তিনি এসব বলেছেন।
 
তিনি বলেন, আল্লাহ তায়ালা গুনাহ মাফ করার ও পাপ মোচনের প্রতিশ্রুতি দিয়েছেন। আর যারা আন্তরিকভাবে তওবা করে, তাদের গুনাহগুলোকে তিনি নেক আমলে পরিণত করে দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন।

প্রসঙ্গত, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে বেশ কয়েকজন ইমাম ও খতিব রয়েছেন, তারা হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের শিডিউল অনুযায়ী জুমা ও পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতি করেন।

মসজিদুল হারাম ও মসজিদে নববী মুসলিম বিশ্বের অন্যতম সম্মানিত ও পবিত্র স্থান। এই দুই মসজিদে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। হজরত আবূ দারদা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত—

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মসজিদে হারামে এক নামাজ এক লাখ নামাজের সমান, আমার মসজিদে (মসজিদে নববী) এক নামাজ এক হাজার নামাজের সমান এবং বাইতুল মাকদাসে এক নামাজ ৫০০ নামাজের সমান।’-(মাজমাউয যাওয়াইদ, ৪/১১)


আমার বার্তা/এমই