৩০ দিনে ১ কোটি ৪৮ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রজব মাসে সৌদি আরবের ভেতর ও বাইরে থেকে আগত মুসল্লিদের ওমরাহ আদায়ের সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, শুধু রজব মাসে বিদেশ থেকে ওমরাহ পালন করতে সৌদি আরবে প্রবেশ করেছেন ২০ লাখের বেশি মুসল্লি। তারা বিশ্বের বিভিন্ন মুসলিম দেশসহ নানা অঞ্চল থেকে এসেছেন।

কর্তৃপক্ষ বলছে, ওমরাহ পালনকারীর এই উল্লেখযোগ্য বৃদ্ধি সৌদি আরবের আধুনিক ও দক্ষ সেবাব্যবস্থার প্রতিফলন। একই সঙ্গে এটি হাজি ও মুসল্লিদের জন্য গড়ে তোলা উন্নত সুযোগ–সুবিধা ও ব্যবস্থাপনার কার্যকারিতাও তুলে ধরে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভিসা ও ভ্রমণ প্রক্রিয়ায় ডিজিটাল সেবা চালু করা, অনলাইন বুকিং, স্মার্ট অ্যাপ ব্যবহার এবং সমন্বিত পরিবহন ও আবাসন ব্যবস্থার কারণে মুসল্লিদের যাতায়াত ও ইবাদত আগের চেয়ে অনেক সহজ হয়েছে। এতে স্বল্প সময়ে বেশি মানুষ নির্বিঘ্নে ওমরাহ পালন করতে পারছেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সৌদি ভিশন ২০৩০–এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই হজ, ওমরাহ ও জিয়ারত ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিক কাজ করে যাচ্ছে সরকার। এর উদ্দেশ্য হলো দুই পবিত্র মসজিদে মুসল্লিদের প্রবেশ সহজ করা এবং যাত্রা পরিকল্পনা থেকে শুরু করে দেশে ফেরার আগ পর্যন্ত একটি নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও পরিপূর্ণ আধ্যাত্মিক অভিজ্ঞতা নিশ্চিত করা।

মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে সেবার মান আরও বাড়াতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল সিস্টেমের আরও আধুনিকায়ন, ভিড় ব্যবস্থাপনা জোরদার করা এবং স্বাস্থ্য ও নিরাপত্তা সেবার সম্প্রসারণ।

কর্তৃপক্ষের আশা, এসব পদক্ষেপের ফলে আগামী দিনে ওমরাহ ও হজ পালনকারীদের সংখ্যা আরও বাড়বে এবং মুসল্লিরা আরও স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে তাদের ইবাদত সম্পন্ন করতে পারবেন।

সূত্র : সৌদি গেজেট


আমার বার্তা/জেএইচ