সওজে ঘুষ ও দুর্নীতি বন্ধসহ ১০ দফা দাবি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ২৩:২৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

* ক্ষতিগ্রস্ত ঠিকাদার সমন্বয় কমিটির আল্টিমেটাম
 

সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষবাণিজ্য ও দুর্নীতি বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছে অধিদপ্তরের ক্ষতিগ্রস্ত ঠিকাদার সমন্বয় কমিটি।

রোববার (১৮ আগস্ট) দুপুরে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেয় সমন্বয় কমিটি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলমান কাজ বন্ধ রাখা এবং তিন কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা না হলে চতুর্থ কার্যদিবস থেকে সড়ক ভবন ঘেরাও কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি দিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তরের ক্ষতিগ্রস্ত ঠিকাদার সমন্বয় কমিটি। দেশের ৪৭টি পেশাদার ঠিকাদার কোম্পানি এই সমন্বয় কমিটির সদস্য।

স্মারকলিপিতে বলা হয়, সড়ক ও জনপদ অধিদপ্তর দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।  কিন্তু কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী বিভিন্নভাবে এই খাতকে ক্ষতিগ্রস্ত করছে। ১০ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে সড়ক ও জনপদ অধিদপ্তরকে আদর্শ ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।

তাদের দাবিগুলো হলো সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ঘুষ ও দুর্নীতি বন্ধ করা; দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের অপসারণ; আওয়ামী সরকারের ঘনিষ্ঠ ঠিকাদারদেরকে অনৈতিক সুবিধা দেয়ার জন্য অযৌক্তিকভাবে অভিজ্ঞ ঠিকাদারদের বিরুদ্ধে নেয়া বে-আইনিভাবে অযোগ্য ঘোষণা করার সিদ্ধান্ত বাতিল করা; সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ বঙ্গবন্ধু ইঞ্জিনিয়ারিং পরিষদ নেতা প্রকিউরমেন্ট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদকে (ম্যাক আজাদ) অপসারণ; গত এক বছর যাবত শুদ্ধি অভিযানের নামে যে অশুদ্ধি অভিযান চলেছে তা বাতিল করা; কোনো দলীয় ক্ষমতা বা দুর্নীতির মাধ্যমে কাজ নিয়ে কোনোরকম বৈষম্য না করে যোগ্যতার ভিত্তিতে কাজ দিতে হবে; জিওবি ফান্ড টেন্ডার এ প্রাইস এডজাস্টমেন্ট পদ্ধতি চালু করা; গত এক বছরে প্রায় ৪৭ জন প্রতিষ্ঠিত ঠিকাদারকে বেআইনিভাবে অযোগ্য ঘোষণা করে বিগত সরকারের ঘনিষ্ঠদের কাজ দেয়ার জন্য পিপিআর-২০০৮ এর শর্ত শিথিল করে যে কাজ দেয়া হয়েছে তা বাতিল করা।

কারণ সেই কাজগুলোতে কোনো প্রতিযোগিতা না থাকায় সরকারের অনেক বেশি অর্থ লোপাট হয়েছে এছাড়া ‘সিমিলার নেচার-স্পেসিফিক অভিজ্ঞতার সার্টিফিকেট’ একটির জায়গায় তিনটি ছোট সার্টিফিকেট দিয়ে শর্ত পূরণ করা যা দরপত্রের পিপিআর-২০০৮ এর শর্তের বাইরে এবং বর্তমানে আহ্বান করা চলমান দরপত্র জরুরি ভিত্তিতে স্থগিত করতে হবে। কেননা, পিপিআর-২০০৮ শর্ত ভঙ্গ করে কোনো দলপত্র আহ্বান করা যাবে না এবং  ওটিএম টেন্ডারের ক্ষেত্রে পয়েন্ট পদ্ধতি বাতিল করা।

 

আমার বার্তা/এমই