প্রকৌশলী কিবরিয়ার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৮:১৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী মো. মোহাম্মদ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে দায়িত্বহীনতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের নিউজ পোর্টালে প্রচারিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসসিসির সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তর আদেশে (স্মারক নং: ৪৬.২০১.০৩১.০০.০২.০০৯.২০০৮–৩৭৩০, তারিখ ২৬ অক্টোবর ২০২৫) তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
গঠিত কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিবহন) মোহাম্মদ নাছিম আহমেদকে, এছাড়া কমিটির সদস্য ডিএসসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মো. জয়নুল আবেদীন ও সদস্য–সচিব হিসেবে রয়েছেন প্রকৌশল বিভাগ, অঞ্চল–১০ এর নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবিবকে।
দপ্তর আদেশে বলা হয়েছে, অভিযোগিত কর্মকর্তার দায়িত্ব পালনে অনিয়মের বিষয়ে কমিটিকে তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। অভিযোগের সত্যতা যাচাই ও নথিপত্র পর্যালোচনার জন্য কমিটি মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বলে জানা গেছে।
সূত্র জানায়, গোলাম কিবরিয়ার দায়িত্বে থাকাকালীন একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে— বিশেষ করে ব্যয় বৃদ্ধি, নিম্নমানের কাজ এবং প্রভাব খাটিয়ে ঠিকাদার নির্বাচন। এ বিষয়ে স্থানীয় ঠিকাদার ও সাধারণ নাগরিকরা একাধিকবার লিখিত অভিযোগও দাখিল করেছেন।
ডিএসসিসির এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ নিউজ পোর্টালের প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো যাচাই করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু অসঙ্গতি ধরা পড়েছে, যা বিস্তারিত তদন্তে নিশ্চিত হবে।
অন্যদিকে, অভিযুক্ত কর্মকর্তা গোলাম কিবরিয়ার সাথে দেখা করেও কথা বরা সম্ভব হয়নি। পরবত্তিতে মোবাইল ফোনে বক্তব্য নেয়ার জন্য যোগাযোগ করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
প্রশাসনিক সতর্কতা প্রশাসনিক সূত্র বলছে, তদন্তে দোষ প্রমাণিত হলে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে সাময়িক বরখাস্ত, পদাবনতি কিংবা ফৌজদারি মামলা দায়েরের মতো শাস্তিমূলক পদক্ষেপও থাকতে পারে।
উল্লেখ্য, তদন্ত কমিটিকে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে। প্রতিবেদনের ভিত্তিতে ডিএসসিসি পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেবে।
আমার বার্তা/এমই
