নিজের অপকর্ম ঢাকতে বিএনপি ও মির্জা আব্বাসের কর্মীদের চাঁদাবাজ বানালেন মান্নান
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৮:৫৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মনোনয়ন পাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে স্থানীয়ভাবে নানা ধরনের অনিয়ম, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ উঠেছে। সাম্প্রতিক এক অডিও ক্লিপে তার বক্তব্য প্রকাশিত হওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র জানায়, একটি জাতীয় দৈনিকের সাংবাদিক অভিযোগ যাচাই করতে টেলিফোনে যোগাযোগ করলে মান্নান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। কথোপকথনে তিনি সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন, “আপনারা কোন পত্রিকার? আগে নিজেরা গিয়ে তদন্ত করেন, তারপর লেখেন। না জেনে কেন লেখতাছেন?”
সাংবাদিক যখন জানালেন যে অভিযোগের বিষয়ে খোঁজ নিয়েই তিনি কথা বলছেন, তখন মান্নান আরও তর্কে জড়ান। তিনি বলেন, “আমি বা আমার ছেলে চৌরাস্তা বা ফুটপাতের কিছু খাই না। এগুলো দেশের সব জায়গায় বিএনপির ছেলেরা করে, ঢাকায় মির্জা আব্বাসের পোলাপাইনও হগল করে।”
অডিও ক্লিপে সাংবাদিক ইমরানকে বলতে শোনা যায়— অভিযোগ আছে, ৫ আগস্টের পর মান্নানের লোকজন ফুটপাত, সিএনজি স্ট্যান্ড, বাসস্ট্যান্ড ও টোল প্লাজা দখল করে কয়েক কোটি টাকা চাঁদা তুলেছে। উত্তরে মান্নান বলেন, “ওসব দুই বছর আগের কথা। আমরা ৫ আগস্ট ঢাকায় ছিলাম। কে কি করছে আগে তদন্ত করেন, তারপর লেখেন। আমার নাম জড়ানোর দরকার নাই।”
তার এমন মন্তব্য মুহূর্তেই ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক মহলে অনেকে একে দায়িত্বজ্ঞানহীন ও আত্মঘাতী মন্তব্য হিসেবে দেখছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একাংশও বিষয়টি নিয়ে বিব্রত।
প্রসঙ্গত, সম্প্রতি বিএনপি নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন দেয়। তবে মনোনয়ন পাওয়ার পর থেকেই তার বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্যকে ঘিরে সমালোচনা বাড়ছে।
আমার বার্তা/এমই
