জালালের বক্তব্যকে ‘সেরা জোকস’ বললেন সালাউদ্দিন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ১৯:২৬ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

ক্রিকেট বিশ্বে সবচেয়ে বড় ফ্র্যাঞ্জাইজি লিগ বলা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ—আইপিএলকে। বিশ্বের নামিদামি তারকায় ভরপুর এই লিগে খেলার স্বপ্ন থাকে যে কোনো ক্রিকেটারেরই। আর্থিক দিক ছাড়াও বিশ্বসেরা তারকা ক্রিকেটারদের সঙ্গে এক ড্রেসিংরুমে অভিজ্ঞতা সঞ্চয়েরও দারুণ সুযোগ বলা যায়।

অবশ্য টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের এখন আইপিএল থেকে শেখার কিছু নেই বলে মনে করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস।

বুধবার (১৭ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মুস্তাফিজকে আইপিএলে খেলে শেখার কিছু নেই। মুস্তাফিজুরের লার্নিং প্রসেস এখন শেষ। বরং মুস্তাফিজ থেকে শিখতে পারে আইপিএলের অনেক খেলোয়াড়রা। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না।’

তার এমন বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার বিষয়টি নিয়ে পোস্ট করলেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মুস্তাফিজকে নিয়ে জালালের বক্তব্য সম্বলিত একটি গণমাধ্যমের ফটোকার্ড নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন, এর চেয়ে ভালো কিছু আশা করিনি। দুর্দান্ত চিন্তাভাবনা। সঙ্গে কয়েকটি হাসির ইমোজি যুক্ত করে দেন।

এরপর আরও লিখেছেন, এখন পর্যন্ত শোনা সেরা জোকস। আল্লাহ মাফ করো।

ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থাকায় আইপিএলের মাঝপথেই দেশে ফিরে আসছেন মুস্তাফিজ। খোদ বিসিবির কর্তাব্যক্তিসহ অনেকের ধারণা ছিল পুরো আইপিএলের জন্য ছাড়পত্র দেওয়া হতে পারে টাইগার পেসারকে। যদিও ছুটির মেয়াদ মাত্র একদিন বাড়ানো হয়েছে।


আমার বার্তা/এমই