তাসকিনের ঘুমের পক্ষে ঢাল ধরলো বিসিবি

প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১৯:৫২ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

তাসকিন আহমেদ। ফাইল ছবি

বিশ্বকাপে সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন আহমেদ। ওই দিন ম্যাচের আগে টিম বাস মিস করেন ডানহাতি পেসার। তিনি তখন ঘুমিয়ে ছিলেন। নির্ধারিত সময়ে টিম বাস ধরতে না পারায় ও আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে বাস ধরে স্টেডিয়ামে পৌঁছানোর নির্দেশনা থাকায় তাকে ছাড়াই ভেন্যুতে পৌঁছায় বাংলাদেশ দল।

পরে দলের সঙ্গে যোগ দেন তাসকিন। ঘুম থেকে উঠতে না পারার জন্য টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ ও সতীর্থদের কাছে ক্ষমা চান। তার দেরি করার বিষয়টি সত্য বলে জানিয়েছে বিসিবি। ঠিক একইভাবে তার পক্ষে ঢালও ধরেছে। তাসকিন ক্ষমা চেয়েছেন জানিয়ে, এটা নিয়ে ইস্যুর বানানোর কিছু নেই বলে উল্লেখ করেছে বিসিবি।

বিসিবি কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এটা সত্য যে, তাসকিন টিম বাস মিস করেন ও দেরিতে দলের সঙ্গে যোগ দেন। কিন্তু ভারতের বিপক্ষে তিনি কেন খেলেননি, তিনি পরিকল্পনায় ছিলেন না নাকি অন্য কোন কারণ সেটা কোচ বলতে পারবেন।’

এর মধ্যে কোচ ও খেলোয়াড়ের কোন দ্বন্দ্ব নেই এবং এটা ইস্যুর সৃষ্টি করার মতো কিছু নয় বলেও দাবি করা হয়, ‘যদি কোচের সঙ্গে এটা নিয়ে কোন ঝামেলা তৈরি হতো, তাহলে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সে কীভাবে খেলল? সে দলের সকলের কাছে ক্ষমা চেয়েছে এবং সকলে সময় মতো সব সময় উপস্থিত থাকতে পারে না, এটা ইস্যু বানানোর মতো কিছু নয়।’


আমার বার্তা/এমই