জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশকে ৫১৫ রানের টার্গেট ভারতের

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন ডেস্ক:

চেন্নাই টেস্টে বাংলাদেশকে ৫১৫ রানের টার্গেট দিয়েছে ভারত। প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ২২৭ রানের লিড নিয়ে ব্যাট করতে শিবমন গিল ও রিষভ পন্থের সেঞ্চুরিতে ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত।

গিল ৬৪ বলে ৩৩ ও পন্থ ১৩ বলে ১২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। এ দিন টাইগার বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। বেশ আগ্রাসী ব্যাটিং করতে থাকেন পন্থ।

সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন গিল। তার পরেই ফিফটির দেখা পান পন্থ। ফিফটির আরও আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার। মাঝে সাকিবের বলে পন্থের ক্যাচ মিস করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এরপর আগ্রাসী ব্যাটিং সেঞ্চুরি তুলে নেন পন্থ। এরপরই দলীয় ২৩৪ রানে ১২৮ বলে ১০৯ রান করে আউট হন এই উইকেটরক্ষক ব্যাটার। পন্থের বিদায়ের পর ক্রিজে আসেন লোকেশ রাহুল।

এরপর সেঞ্চুরি তুলে নেন গিল। ১৭৬ বলে ১১৯ রানে অপরাজিত থাকেন গিল। আর ১৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন রাহুল।   


আমার বার্তা/জেএইচ