৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্টে কিউইদের জয়

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১৩:১৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ভারতের মাটিতে খেলতে গিয়ে ১০০ রানের বেশি টার্গেটে এর আগে সর্বশেষ টেস্ট জয়ের ইতিহাস আছে দক্ষিণ আফ্রিকার। ২০০০ সালের পর আর এমন কীর্তি দেখা যায়নি। আবার একই ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সর্বনিম্ন ১০৭ রান লক্ষ্য দিয়েও ভারতের জয়ের রেকর্ড ছিল। কাকতালীয়ভাবে বেঙ্গালুরু টেস্টেও নিউজিল্যান্ডের বিপক্ষে সমান ১০৭ রানের লক্ষ্য দেয় রোহিত শর্মারা। তবে এবার আর কোনো রূপকথা নয়, নিউজিল্যান্ড ম্যাচ জিতল ৮ উইকেটের বড় ব্যবধানে।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পঞ্চম দিন বৃষ্টির বাগড়ায় পড়ার শঙ্কা ছিল। কিন্তু প্রকৃতিও সহায় হয়নি ভারতের। যদিও দিনের শুরুতে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজরা সুইংয়ে কাবু করতে চেয়েছেন কিউই ব্যাটারদের। ২ উইকেটও তুলে নেন ৩৫ রানে। তবে বাকি পথ দেখেশুনে পার করেছেন উইল ইয়ং ও রাচিন রবীন্দ্ররা। শেষ পর্যন্ত ইয়ং ৪৫ আর রাচিন ৩৯ রানে অপরাজিত থেকে কিউইদের জয় নিশ্চিত করেছেন।

ভারতের মাটিতে এর আগে নিউজিল্যান্ডের সর্বশেষ টেস্ট ম্যাচ জয়ের রেকর্ড ছিল ১৯৮৮ সালে। সফরকারী হয়ে আরেকটি জয় পেতে তাদের ৩৬ বছর অপেক্ষা করতে হলো। যা ভারতে নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট জয়। যদিও রোহিত-কোহলিদের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ের সুখস্মৃতি আছে কিউইদের। ভারতের স্বপ্নভঙ্গ করে ২০২১ সালে ফরম্যাটটির প্রথম বিশ্বআসরে নিউজিল্যান্ড শিরোপা জিতেছিল।


আমার বার্তা/জেএইচ