আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৫:৩৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানে হারে বাংলাদেশ। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে পিছিয়ে যায় সফরকারীরা।
আজ বিকেল চারটায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন বাচা-মরার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শান্তর মতে, উইকেট শুষ্ক থাকায় ব্যাটিংয়ে সহায়তা হবে। ম্যাচের শেষ দিকে সুইংয়েরও আশা করছেন তিনি। অন্যদিকে আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদির চাওয়া, বাংলাদেশকে ২৪০ রানের আটকানো।
এই ম্যাচে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ। তার জায়গায় উইকেটকিপার–ব্যাটসম্যান হিসেবে খেলছেন জাকের আলী। টি-টোয়েন্টি ও টেস্টের পর ওয়ানডে অভিষেক হয়েছে তার। ওয়ানডেতে বাংলাদেশের ১৪৯তম ক্রিকেটার জাকের। এছাড়া স্পিনার রিশাদ হোসেনের জায়গায় নেওয়া হয়েছে আরেক স্পিনার নাসুম আহমেদকে। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর এটিই তার প্রথম ম্যাচ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, এএম গজনফর, নানগেয়ালিয়া খারোটে, ফজল হক ফারুকি।
আমার বার্তা/এমই