ই-পেপার শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশের প্রাপ্তি ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক:
২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৩

অ্যন্টিগার পেস সহায়ক উইকেটে নতুন বলের বাড়তি সুবিধা ভালোভাবেই কাজে লাগিয়েছিল বাংলাদেশ। বিশেষ করে তাসকিন আহমেদ দ্রুত ব্রেকথ্রু এনে দেন দলকে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যাচ্ছিল ক্যারিবিয়ানদের হাতে। শেষ সেশনে মিকাইল লুইস এবং অ্যালিক আথানেজেকে ফিরিয়ে দিনের শেষটায় টাইগার শিবিরে স্বস্তি ফেরান বোলাররা।

টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে বৃষ্টি হানা দেয় ম্যাচে। বৃষ্টি থামার পর আলোক সল্পতায় ৮৪ ওভার হওয়ার পরই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।

টস জিতে বোলিংয়ে নেমে মেডেন ওভারে শুরুটা ভালো করেন হাসান মাহমুদ। অন্যপ্রান্তে আরেক পেসার শরিফুল ইসলামও মেডেন ওভার নেন। উইকেটের দেখা না পেলেও ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার কার্লোস ব্রাথওয়েট ও লুইসকে বেশ কয়েকবার পরাস্ত করেন বাংলাদেশের দুই পেসার।

ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আনা হয় তাসকিন আহমেদকে। এই পেসারই প্রথম ব্রেকথ্রু দেন দলকে। ১৪তম ওভারে তাসকিনের অফ স্টাম্পে পড়ে একটু ভেতরে ঢোকা ডেলিভারিতে ডিফেন্স করেছিলেন ব্রাথওয়েট। তবে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের ব্যাটকে ফাঁকি দিয়ে বল আঘাত হানে পায়ে। বাংলাদেশের ফিল্ডারদের আবেদনে আম্পায়ার সাড়া দেন। যদিও তৎক্ষণাৎ রিভিউ নেন ব্রাথওয়েট। তবে সিদ্ধান্তের পরিবর্তন হয়নি।

তিনে নেমে টিকতে পারেননি কেসি কার্টি। ডানহাতি ব্যাটারকেও ফিরিয়েছেন তাসকিন। উইকেটে আসার পর থেকেই তাড়াহুড়ো করছিলেন তিনি। তাসকিনের মিডল এবং লেগ স্টাম্পের লেংথ ডেলিভারিতে ফ্লিক করার চেষ্টায় লিডিং এজ হয়ে মিড অনে থাকা তাইজুল ইসলামকে ক্যাচ দিয়েছেন কার্টি।

২৫ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে দলকে পথ দেখান লুইস ও কেভম হজ। তবে হজ ২৫ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরলে ভাঙে ৫৯ রানের তৃতীয় উইকেট জুটি।

এরপর বাংলাদেশকে বেশ ভুগিয়েছে লুইস ও আথানজে জুটি। দুজনেই সেঞ্চুরির পথে ছিলেন। তবে সম্ভাবনা জাগিয়েও কেউই মাইলফলক ছুঁতে পারেননি।

ইনিংসের ৭৫তম ওভারে মিরাজের বলে বেরিয়ে এসে ছক্কা মারতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন লুইস। ব‍্যাটের কানায় লেগে বল যায় স্লিপে। ক্যাচ নিতে ভুল করেননি শাহাদাত হোসেন দিপু। নব্বইয়ের ঘরে ২৬ বল আটকে থেকে আউট হন লুইস। ফলে ভেঙে যায় ২২১ বলে ১৪০ রানের জুটি। ২১৮ বলে এক ছক্কা ও নয় চারে ৯৭ রান করেন এই ওপেনার।

এর কিছুক্ষণ পরই ফিরেছেন আথানজেও। তাইজুলের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি স্কুপের মতো খেলেছিলেন আথানজে। যদিও তেমন গতি না থাকায় তার ব্যাটে লেগে বল উপরে উঠে যায়। সহজ ক্যাচ নেন উইকেটরক্ষক লিটন। দশটি চার ও একটি ছক্কায় ১৩০ বলে ৯০ রান আসে বাঁহাতি এই ব্যাটারের ব্যাটে। তিন রানের মধ্যে দুই সেট ব্যাটারকে ফিরিয়ে লড়াইয়ে ফেরার সম্ভাবনা জাগায় বাংলাদেশ।

আমার বার্তা/এমই

ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

তিন ফরম্যাট মিলিয়ে টানা চার সিরিজ হার কিংবা শুধু টেস্টেই টানা চার হারে বিপর্যস্ত বাংলাদেশ।

ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনেই ভাঙল ৭২ বছরের রেকর্ড

পার্থের পেসবান্ধব উইকেটে পেসাররা রাজত্ব করবেন এমনটা প্রত্যাশিতই ছিল। তবে চলমান টেস্টের প্রথম দিনটাতে বেশ

বাংলাদেশকে হারানো সহজ হবে না, বলছেন ক্যারিবিয়ান অধিনায়ক

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের অতীত স্মৃতি খুব একটা মধুর না। সবশেষে কয়েকটি টেস্ট সিরিজে হারতে

লিগের সেরা গোলরক্ষকই ডাক পান না জাতীয় দলে!

বাফুফে গতকাল গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেরা পারফর্মারদের পুরস্কৃত করেছে। বাফুফের বিচারে সেরা গোলরক্ষক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুরাইনে ঘরে ঝুলছিল যুবকের মরদেহ

বাপের বাড়ি যেতে না দেওয়ায় অভিমানে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

নির্বাচনে যত দেরি ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান

ছাত্র-জনতার আন্দোলনে ২৮ গুলি ছোড়া যুবলীগ কর্মী গ্রেপ্তার

নদীর পানির ন্যায্য হিস্যা পেতে ভারতকে চাপ দিতে হবে

অমুসলিম মা-বাবার জন্য মাগফিরাত কামনা করা যাবে?

মুখের দুর্গন্ধ ও মাড়ির সমস্যা দূর করবে এই মসলা

নীতিমালা চূড়ান্তে ৭ দিন সময় দিল ব্যাটারিচালিত রিকশা চালকরা

ঢাবিতে পরামর্শ বক্স ও ই-মেইল চালুর সিদ্ধান্ত

বিএনপি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, প্রভু নয়: ফখরুল

অন্তর্বর্তী সরকার ফেল করলে আমাদের বিপদ আছে: এ্যানি

ভবিষ্যতকে ধ্বংস করে দিয়ে পালিয়েছেন হাসিনা: রিজভী

৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা

সরাসরি রাষ্ট্রপতির নির্বাচনসহ বেশ কিছু সুপারিশ সংস্কার কমিশনের

রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা

মির্জাপুর আয়কর অফিসের ৪ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

ঢামেকে বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ ২০২৪ পালিত

ফার্মগেট মার্কেন্টাইল ব্যাংকের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের কাউন্সিল ও আলোচনা অনুষ্ঠিত

জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে