থিসারার ঝড়ো সেঞ্চুরির পরেও ঢাকার হ্যাটট্রিক হার

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

এবারে বিপিএলের শুরু থেকেই আলোচনায় ঢাকা ক্যাপিটালস। কারণ, ফ্র্যাঞ্চাইজিটি মালিকানায় রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। দর্শকদের আশা ছিল তার হার ধরে নতুন রূপে ফিরবে বিপিএলের তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা। কিন্তু দর্শকদের পুরোপুরি হতাশ করেছে লিটন-মোস্তাফিজরা।

ঢাকার পর্বের তিন ম্যাচেই হারের তিতো স্বাদ পেয়েছে শাকিব খানের দল। প্রথম ম্যাচে রংপুর, দ্বিতীয় ম্যাচে রাজশাহী এবং তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ২০ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস। সেঞ্চুরি করেও দলতে জেতা পারেননি থিসারা পেরেরা।

শুক্রবার (৩ জানুয়ারি) আগে ব্যাট করে ঢাকাকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছিল খুলনা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলতে পারে তারা। এতে ২০ রানের জয় পায় খুলনা টাইগার্স।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। ২ রান করে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। পরের বলে ডাক আউট হন স্টিভেন এসকেনজি। এরপর ১৫ বলে ১৯ রান করে তানজিম তামিম আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা।

শাহাদত হোসেন দিপু (৩), শুভাম রনঞ্জি (৬), আলাউদ্দিন বাবু শূন্য রান করে আউট হন। এরপর স্বদেশি চতুরাঙ্গা ডি সিলভাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন থিসারা পেরেরা। দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৯ বলে ফিফটি তুলে নেন এই লঙ্কান ব্যাটার।

২৪ বলে ঢাকার লক্ষ্য দাঁড়ায় ৭৮ রান। বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন ঢাকার অধিনায়ক। ১৯তম ওভারে চতুর্থ বলে বোসেসিটো ক্যাচ মিস করলে ৮৭ রানে জীবন পান থিসারা। ৯ চার এবং ৭ ছক্কায় ৬০ বলে সেঞ্চুরি তুলে নেন এই লঙ্কান অলরাউন্ডার।

তবে হার এড়াতে পারেনি ঢাকা ক্যাপিটালস। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলতে পারে তারা। এতে ২০ রানের জয় পায় খুলনা টাইগার্স।

খুলনার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এ ছাড়াও আবু হায়দার দুটি এবং জিয়াউর রহমান নেন একটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে খুলনাকে দুর্দান্ত শুরু এনেদেন মোহাম্মদ নাঈম ও উইলিয়াম বোসিসটো। দুজনের ব্যাট থেকে আসে ৪৯ রান। তবে ইনিংস বড় করতে পারেননি নাঈম। ১৭ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আফিফ হাসান। ২ বলে ১ রান করে লেগ বিফোরে কাটা পড়েন তিনি। এরপর মিরাজ (৮) ও মোহাম্মদ নেওয়াজ ৫ রান করে আউট হলে পিচে নিজেকে ধরে রাখতে পারেননি বোসিসটোও। ২৮ বলে ২৬ রান করেন এই অজি ব্যাটার।

এতে দলীয় ৯৩ রানে ৬ উইকেট হারায় খুলনা। এরপর খুলনা শিবিরে হাল ধরার চেষ্টা করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জিয়াউর রহমান। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই। জিয়াউর ২২ রানে এবং ৩২ রান করে ফেরেন অঙ্কন।

শেষ দিকে নাসুমের ৪ বলে ৯ রান এবং আবু হায়দার রনির ৮ বলের ২১ রানের ক্যামিওতে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রানের লড়াকু পুঁজি পেয়েছিল খুলনা।


আমার বার্তা/জেএইচ