তামিমের যে অবদান, মাঠ থেকে বিদায় নিলে সবাই খুশি হতো: ফাহিম

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

তামিম ইকবালের অবসরের সিদ্ধান্ত নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে তামিম যে মাঠের বাইরে থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন, তাতে বেশ মর্মাহত নাজমুল আবেদিন ফাহিম। বিসিবি পরিচালক খুব করে চেয়েছিলেন, তামিম যেন মাঠ থেকে অবসরে যেতে পারেন এবং সেটা যেন হয় দেশের মাটিতে।

যার কাছ থেকে সাকিবের মতো তামিমও মাঝে মাঝে টিপস নিতেন এবং নিজের সমস্যাগুলো নিয়ে কাজ করতেন, সেই দক্ষ ক্রিকেট বোদ্ধা, টেকনিক্যাল অ্যাডভাইজার ফাহিম মনে করেন, মাঠ থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারলে একটা অন্যরকম পরিবেশ তৈরি হতো।আর তাই ফাহিমের মুখে এমন কথা, ‘যদি তামিম আন্তর্জাতিক ক্রিকেটে খেলে বিদায় নিতে পারতো, তাহলে খুব ভালো হতো। সবাই খুব খুশি হতো। সবাই সেই সেলিব্রেশনের অংশ হতে পারতো।’

ফর্ম থাকা সত্ত্বেও তামিম দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকায় অনেক তার ভক্তরা মনঃক্ষুণ্ন। শনিবার ফাহিমের কথা শুনে মনে হলো, তিনিও সেই দলের সদস্য। তামিম যে প্রায় শেষ দুই বছর জাতীয় দলের বাইরে ছিলেন এবং খেলতে পারেননি, তা নিয়ে ফাহিমেরও আফসোস রয়েছে।

ফাহিম বলেন, ‘আমার মনে হয়, শেষদিকে যদি সে আর একটু খেলতে পারতো এবং মাঠ থেকে বিদায় নিতে পারতো, তাহলে খুব ভালো হতো। কদিন আগেও এনসিএল খেলল, এখন বিপিএল খেলছে। ও চাইলে হয়তো বিসিবিও ভাবতে পারতো। দলে জায়গা পাওয়ার বিষয়টা নির্বাচকদের ব্যাপার। তবে দেশের মাটিতে সবার সামনে বিদায় নেওয়ার সুযোগ করে দিতে পারলে ভালো হতো। এতে যেমন কষ্টের ব্যাপার থাকতো, তেমনি আনন্দেরও ব্যাপার থাকতো। কিন্তু সেটা হলো না।’

তামিমের অবদানের প্রতি সম্মান জানাতে ভুলেননি ফাহিম। তাই মুখে এ কথা, ‘তামিমের এই বিশাল অবদানের জন্য আর সবার মতো আমিও কৃতজ্ঞ।’

তামিমের ক্যারিয়ারের মূল্যায়ন করতে গিয়ে ফাহিম আকার-ইঙ্গিতে ‘পঞ্চপাণ্ডব’-এর অবদানের প্রসঙ্গ টেনে আনেন এবং বোঝানোর চেষ্টা করেন, তামিম এমন এক দলের সদস্য, যারা বাংলাদেশের ক্রিকেটে এক নতুন মাত্রা যোগ করেছিল। ফাহিম বলেন, ‘প্রথম কথা হলো তামিম সেই দলের অন্যতম সদস্য, যারা এক ‘ইনক্রেডিবল জার্নি’ করে দেশের ক্রিকেটকে একটা পর্যায়ে পৌঁছে দিয়েছে।’

বাংলাদেশের ক্রিকেটকে এক অন্য লেভেলে নিয়ে আসা এবং সেখান থেকে ধাপে ধাপে উন্নতি করার যে কাজটি হয়েছে, তামিম সেই দলের ফ্রন্টলাইনার।

দেশের ক্রিকেটে তামিমের অসামান্য ভূমিকাকে ‘সলিড’ আখ্যা দিয়ে ফাহিম বলেন, ‘পারফর্মার হিসেবে, লিডার হিসেবে তামিম ছিল দুর্দান্ত। একটা দারুণ ক্রিকেট ব্যক্তিত্ব তামিম। অনেক গুণে গুণান্বিত তামিমের তুলনা খুঁজে পাওয়া কঠিন।’


আমার বার্তা/এমই