বিপিএলের অনিয়ম থেকে শিক্ষা নেওয়ার কথা জানালেন ফাহিম

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১১:৪৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বিপিএলের শুরুর কয়েকটি আসর জাকজমক হলেও সময়ের সঙ্গে সঙ্গে বিতর্কে রূপ নেয়। তবে দেশে রাজনৈতিক পট পরিবর্তন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসার বিপিএলকে বিতর্ক মুক্ত এবং নতুনভাবে সাজানোর কথা জানিয়েছিলেন সভাপতি ফারুক আহমেদ।

যেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি। টিকিট বিতর্ক পর এবার আলোচনায় যুক্ত হয়েছে খেলোয়াড়দের পেমেন্ট না পাওয়ার ক্ষোভ। পেমেন্ট না পাওয়ায় গত বুধবার অনুশীলন বয়কট করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। কয়েক দিন চলে গেলেও এখনও সবার পেমেন্টের ব্যবস্থা করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি।

যার দায় স্বীকার করেছেন বিসিবি পরিচালকরা। আর এই আসরের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

ফাহিম বলেন, আমরাও এসব কারণ নিয়ে বিব্রত। শুধু ক্রিকেট বোর্ড নয়, পুরো ক্রিকেট সম্প্রদায় কিন্তু এসব নিয়ে বিব্রত। আমাদের সবার জন্যই এগুলো শিক্ষা। আশা করি, সামনে এসব বিষয় সেভাবেই এড্রেস করব যেন আর না হয়। অনেকগুলো কাজ আমাদের করা উচিত ছিল। যেগুলো হয়তো আমরা সময়মতো করিনি।

আর এসবের জন্য দেশের বর্তমান পরিস্থিতিতে দায়ী করেছেন তিনি। ফাহিমের ভাষ্য, আপনারা জানেন এবার একটা বিশেষ সময়ে অনেক ব্যাপারেই আমরা চাপে ছিলাম। হয়তো অনেক ব্যাপারেই যেসব নিয়ম অনুসরণের কথা ছিল, সেগুলো করতে পারিনি। তবে এগুলোও শিক্ষা। সামনে অবশ্যই এই শিক্ষা কাজে লাগাব।

পেমেন্ট জটিলতা ছাড়াও আলোচনায় আরও একটি বিষয়। বিপিএল মাঝের দিকে চলে আসলেও ক্রিকেটাররা এখনও চুক্তিপত্র পাননি। অথচ এ বিষয়ে কিছুই জানে না বিসিবি। ক্রিকেটাররা চুক্তিপত্র না পাওয়ার ব্যাপারে ফাহিমের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, সত্যি বলতে এটা সম্পর্কে আমি জানি না।

স্বাভাবিকভাবেই তখন পাল্টা প্রশ্ন করা হয়, গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে এটা তার জানা উচিত ছিল কি না? এমন প্রশ্নে ফাহিমের পাশে থাকা আরেক বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বলেন, যখন আমরা জেনেছি, আমরা কিন্তু ক্রিকেট বোর্ড ও প্রেসিডেন্টসহ সম্পৃক্ত হয়ে রাজশাহীর বিষয়টা সমাধান করা হয়েছে।

মিঠু আরও বলেন, কিন্তু কথাটা হচ্ছে, যারা সমস্যায় আছে তাদের তো জানাতে হবে। আমি দলগুলোর কথা বলছি না। টিম ম্যানেজমেন্ট বা ক্রিকেটাররা যখন আসবে, আমরা এটি এড্রেস করব।

এরপর মিঠুর সুরে সুর মিলিয়ে ফাহিমও একই কথা বলেন। ‘যখন পারিশ্রমিক হবে না, আমাদের কানে কিন্তু আসবে। রাজশাহীর ক্ষেত্রে সেটা হয়েছে। আমাদের কানে এসেছে এবং সাথে সাথে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমি নিশ্চিত অন্যদের ক্ষেত্রে এই সমস্যা যদি থেকে থাকে... (সমাধান করা হবে)’।


আমার বার্তা/জেএইচ