পুরান ঢাকায় 'নাইট ক্রিকেট টুর্নামেন্ট' অনুষ্ঠিত

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ২১:৩৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন :

ছবি: আমার বার্তা

নন-ডিসক্রিমিনেশন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ,পুরান ঢাকার স্বনামধন্য রাজনীতিবিদ তারেক এ আদেলের নিজ বাড়িতে আয়োজিত এই নাইট ক্রিকেট টুর্নামেন্টটি সম্পন্ন হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। 

শোয়েব এ আদেল স্যোশাল ডেভেলপমেন্ট এর আয়োজনে এবং আনজুম মেটাল ইন্ডাস্ট্রিজের স্পনসরশিপে আয়োজিত এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল মোট ১২টি দল। ফাইনালে মুখোমুখি হয়েছিল ঢাকা ফিল্ম মার্শাল এবং বেচারাম দেউড়ি স্পোর্টিং ক্লাব। বেচারাম দেউড়ি স্পোর্টিং ক্লাব ব্যাট করে ২৯ রানের লক্ষ্য নির্ধারণ করে। তবে ঢাকা ফিল্ম মার্শাল মাত্র তিন ওভারে এক উইকেট হারিয়েই সেই লক্ষ্য পূরণ করে জয়লাভ করে। 

ঢাকা ফিল্ম মার্শালের হয়ে আকাশ দুর্দান্ত ব্যাটিং করে ২১ রান সংগ্রহ করেন। অন্যদিকে, অসাধারণ বোলিং পারফরম্যান্স করেন আফসার, যিনি নেন তিনটি উইকেট।ঢাকা ফিল্ম মার্শাল চ্যাম্পিয়ন হিসেবে জিতে নেয় ১৫ হাজার টাকার প্রাইজমানি। তাদের অধিনায়ক আযান আদেল ছিলেন দলের সাফল্যের মূল কারিগর। অন্যদিকে, রানার্স-আপ বেচারাম দেউড়ি স্পোর্টিং ক্লাব পায় ১০ হাজার টাকার পুরস্কার। তাদের অধিনায়ক ছিলেন আফজাল।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি টুর্নামেন্টকে করে তোলে আরও জমজমাট। এভাবেই শেষ হলো নন-ডিসক্রিমিনেশন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। এই আয়োজনের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা।