পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেল ক্রিশ্চিয়ানো জুনিয়র

প্রকাশ : ০৬ মে ২০২৫, ১৯:২৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

৪০ বছর বয়সেও মাঠে ছন্দময় পারফর্ম উপহার দিয়ে চলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পেশাদার ফুটবল ক্যারিয়ার যখন পড়ন্ত বেলায়, তখন ফুটবলের প্রাথমিক যাত্রাটা শুরু করেছে বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। ক্লাবের বয়সভিত্তিক দলের জার্সিতে ইতোমধ্যে নজর কাড়া ১৪ বছরের এই ফুটবলার প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি’অর জেতা রোনালদো আরও কয়েক বছর নিজের ফুটবল ক্যারিয়ার লম্বা করতে চান। বিশেষ করে ২০২৬ বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে খেলার আশা তার। এমনকি ১০০০ গোল করার লক্ষ্য আল-নাসরের এই তারকা ফরোয়ার্ডের। কিছুদিন আগেই করেছেন পেশাদার ক্যারিয়ারের ৯৩৪তম গোল। একই ক্লাব আল-নাসরের বয়সভিত্তিক দলের জার্সিতে সৌদি প্রো লিগে খেলছে ক্রিশ্চিয়ানো জুনিয়রও।

একাডেমি পর্যায়ে দৃষ্টিনন্দন পারফরম্যান্সেরই পুরস্কার পেল রোনালদোর ছেলে। প্রথমবার তাকে ডাকা হয়েছে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের স্কোয়াডে। স্বভাবতই ছেলের গায়ে পর্তুগালের জার্সিতে ছেলেকে খেলতে দেখা রোনালদোর জন্য গর্বের মুহূর্ত। ক্রিশ্চিয়ানো জুনিয়র বয়সভিত্তিক দলে ডাক পেতেই তিনিও ইনস্টাগ্রামে খুশির খবরটি দিয়েছেন এভাবে, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত, ছেলে।’

বাবার মতোই ছেলে ক্রিশ্চিয়ানোও ফরোয়ার্ড হিসেবে খেলতে পছন্দ করে। তার সম্ভাবনা নিয়ে এর আগে সিআরসেভেন বলেছিলেন, ‘আমি তার খেলা পছন্দ করি। এটি এমন কিছু নয় যে, তার জন্য আমাকে রাত জাগতে হয়, তবে আমি এটা পছন্দ করি। (সে কেমন সম্ভাবনাময়) আমরা ভবিষ্যতে দেখব। এটি আমার চেয়ে বরং তার ওপরই বেশি নির্ভর করছে।’


আমার বার্তা/এমই