দল তরুণ সময় দিলে ফল মিলবে: ভবিষ্যতের আশায় মিরাজ
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১১:৩৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর হতাশ হলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাল্লেকেলেতে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৯৯ রানের বড় হার মেনে নেওয়ার পর মিরাজ তরুণদের সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমাদের দলটা তরুণ। ওদেরকে সময় দিলে, সুযোগ দিলে একদিন অবশ্যই এর ফল পাওয়া যাবে। আমি দলের প্রতি আশাবাদী। ’
৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচ হারে ৭৭ রানে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ১৬ রানে জয় পেলেও শেষ ম্যাচে আবার ছন্দপতন। শ্রীলঙ্কার দেওয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯.৪ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
ব্যর্থতার মূল কারণ হিসেবে মিরাজ ব্যাটিংয়ে জুটির ঘাটতিকে তুলে ধরেন—‘ওপেনিংয়ে এবং মিডল অর্ডারে আমরা জুটি গড়তে পারিনি। ইনিংস লম্বা করতে পারিনি, শেষ দিকে মারার সুযোগ তৈরি হয়নি। এটাই আমাদের ব্যর্থতার বড় কারণ। ’
তবে বোলারদের প্রশংসা করেছেন মিরাজ। তার মতে, উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য আদর্শ, তবুও বোলাররা ৩০০ রানের নিচে থামিয়েছে লঙ্কানদের।
‘তাসকিন, মোস্তাফিজ, স্পিনাররা ভালো করেছে। বিশেষ করে শেষ ১০ ওভারে আমরা খুব ভালো বল করেছি,’ বলেন তিনি।
এমন পারফরম্যান্সের পর সমালোচনা থাকাটাই স্বাভাবিক। তবে অধিনায়ক হিসেবে মিরাজ চাপ না বাড়িয়ে তরুণদের আত্মবিশ্বাস দেওয়ার দিকেই গুরুত্ব দিচ্ছেন, ‘সবাই ভালো করতে চায়, কিন্তু ভুল হবেই। আমাদের দায়িত্ব ওদের পাশে থাকা। সময় দিলে ওরাই একদিন দলকে ফল এনে দেবে। ’
আমার বার্তা/জেএইচ