অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল এনসিএল
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

প্রথম আসরের সফলতার পর দ্বিতীয় আসরেও ঘাটতি ছিল না ঊচ্ছ্বাসের। বিশেষ করে বগুড়া ও রাজশাহীতে ভেন্যু ঠিক হওয়ার পর এনসিএলের টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হন দর্শকরাও।
কিন্তু দর্শকদের সকল আনন্দ ও আগ্রহে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ফলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর।
এবারের আসরের উদ্বোধন হয় গত ১৪ সেপ্টেম্বর। প্রথম দিনই রাজশাহীতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি শেষ পর্যন্ত ৫ ওভারে অনুষ্ঠিত হয়।
বৃষ্টি বাধায় পরিত্যক্ত হয় বগুড়ার ম্যাচটি। পরবর্তী দুইদিন আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরিত করেও লাভ হয়নি।
রাজশাহীতে সরিয়ে নেওয়া ম্যাচগুলোও পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। টানা ৩ দিনের বৃষ্টিতে ছয় ম্যাচের মাত্র একটি মাঠে গড়ায়, বাকি পাঁচটি হয় পরিত্যক্ত।
আবহাওয়ার যে অবস্থা তাতে বৃষ্টি কবে পুরোপুরি ঠিক হবে তা নিয়ে নিশ্চিন্ত হতে পারেনি টুর্নামেন্ট কমিটি। আর তাই শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এনসিএল স্থগিত করা হয়েছে।
আমার বার্তা/এল/এমই