ই-পেপার রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

এমবাপের জোড়া গোলে রিয়ালের বড় জয়

আমার বার্তা অনলাইন
০২ নভেম্বর ২০২৫, ১০:১৬

একদিন আগেই প্রথমবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। গত মৌসুমে লা লিগার ৩৪ ম্যাচে ৩১ গোল তাকে এই পুরস্কার এনে দেয়। পরদিন মাঠে নেমেই জোড়া গোল করলেন এমবাপে। পাশাপাশি জুড বেলিংহ্যাম ও আলভারো কারেরাসের গোলে ভ্যালেন্সিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। অবশ্য ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি মিস না করলে ব্যবধান আরও বাড়ত।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল (শনিবার) রাতে জাবি আলোনসোর দল একপেশে দাপটই দেখিয়েছে। ৬৬ শতাংশ পজেশনের পাশাপাশি ১৯ শট নিয়ে ১০টিই লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা। বিপরীতে স্রেফ ৩ শটের মধ্যে দুটি লক্ষ্যে ছিল ভ্যালেন্সিয়ার। এই জয়ে লস ব্লাঙ্কোসরা লা লিগার শীর্ষস্থান আরও সংহত করলো। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৩০। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল দুই এবং একটি কম খেলে ২২ পয়েন্ট পাওয়া বার্সেলোনা তিনে রয়েছে।

প্রতিপক্ষের রক্ষণকে তটস্থ রেখে ম্যাচের ১৯ মিনিটে লিড নেয় রিয়াল। প্রতিপক্ষ ডিফেন্ডারের হ্যান্ডবলের সুবাদে তারা পেনাল্টি পায়। এল ক্লাসিকোয় পেনাল্টি মিস করা এমবাপে স্পট কিকে গোল করলেন এবার। যা লা লিগায় তার টানা আট ম্যাচেই গোল। ৩১ মিনিটে তিনি দ্বিতীয় গোলও পেয়ে যান। আর্দা গুলারের ক্রসে বল পেয়ে ভলিতে গোলটি করেন এমবাপে। গোল্ডেন বুট জেতা এই ফরাসি অধিনায়ক এবারও এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলদাতা। ১১ ম্যাচে তিনি গোল ১৩তম গোল করলেন।

বিরতির আগে ৪৪ মিনিটে রিয়ালের পক্ষে ব্যবধান আরও বাড়ালেন বেলিংহ্যাম। টানা তৃতীয় ম্যাচে তিনি গোল করলেন। ফেদরিকো ভালভার্দের পাস ধরে এই ইংলিশ মিডফিল্ডার ডি-বক্সের বাইরে একজনের চ্যালেঞ্জ সামলে জোরালো শটে বল জালে জড়ান। চোট কাটিয়ে ফেরার পর পুরোদমে ছন্দ ফিরলেন এল ক্লাসিকো জয়ের অন্যতম নায়ক বেলিংহ্যাম। অবশ্য তার মিনিট তিনেক আগে ভিনিসিয়ুস পেনাল্টি মিস করেছেন। কারেরাস প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হলে ভিনির নেওয়া শট ঠেকান ভ্যালেন্সিয়া গোলরক্ষক।

এদিন মৌসুমে প্রথমবার এন্ড্রিক ফিলিপেকে বদলি হিসেবে মাঠে নামান আলোনসো। এরপর রিয়ালের খেলার ধারায়ও হালকা পরিবর্তন আসে। ৮২ মিনিটে রদ্রিগোর একটি প্রচেষ্টা রক্ষণে পরাস্ত হলেও স্প্যানিশ ডিফেন্ডার কারেরাস আচমকা শটে স্কোরশিটে নাম তোলেন। ৪-০ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে রিয়াল।

আমার বার্তা/জেএইচ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩ মাস আগে অবসরে কিউই তারকা

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ফরম্যাটটিতে দেখা যায়নি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসনকে। ফলে

বাবরের আরেকটি রেকর্ডের দিনে সিরিজ জিতল পাকিস্তান

বড় হার দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল পাকিস্তান। সেখান থেকে

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

মাস তিন মাসের মাথায় বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের সঙ্গে আর্জেন্টাইন গায়িকা নিকো নিকোলের প্রেমের

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত

ফের টেস্ট দলের নেতৃত্ব হাতে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত, গুঞ্জনটা শোনা গিয়েছিল গতকাল শুক্রবারই। সেটাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিনিময়ে মিয়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ১১

শাপলা কলি প্রতীক মেনে নেবে এনসিপি

স্থিতিশীলতার জন্য বর্জন নয়, প্রয়োজন সহযোগিতা: ওমান পররাষ্ট্রমন্ত্রী

৩০০ আসন ধরে এগোচ্ছি, প্রার্থী তালিকা এ মাসেই দিতে পারি: নাহিদ

দীর্ঘ ১৬ বছর পর ফের চালু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা

খাবার টেবিলে যুবককে গুলি করে হত্যা, হাসপাতালে ৩

ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সোচ্চার হতে বললেন ওবামা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

এফবিসিসিআইর প্রশাসকের দায়িত্ব নিলেন অতিরিক্ত সচিব আবদুর রহিম

পরিবেশবান্ধব 'গ্রিন বিল্ডিং' নির্মাণ এখন সময়ের দাবি: রিজওয়ানা হাসান

পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান

আমরা এক পয়সার দুর্নীতি করতে দিব না: আখতার

দেশীয় কর্মসংস্থান ও হুন্ডি বন্ধে এয়ারলাইন্স জিএসএ নিয়োগ আইন বহাল দাবি

ঢাকায় আলজেরিয়া দূতাবাসের স্বাধীনতা বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন

গণ অধিকার পরিষদের ইবতেদায়ি শিক্ষকদের পাশে থাকার আশ্বাস

দোষী বা নির্দোষের বাইরে ইনুর বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

মেডিকেল ভর্তিতে জিপিএ কমলেও ‘শর্তে’ কপাল পুড়ছে ভর্তিচ্ছুদের

পুলিশি বাধার মুখে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের লংমার্চ

দুবাই থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার ৫৭ মামলার আসামি