আয়োজন দেখে মুমিনুল ভেবেছিলেন অবসরে যাচ্ছেন মুশফিক!
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ২০:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মুশফিকুর রহিমের শততম টেস্ট ঘিরে ছিল বিসিবির ছোট সময়ের জমকালো আয়োজন। যা মন কেড়েছে সাবেক অধিনায়ক মুমিনুল হকের। যে কারণে দিন শেষে সংবাদ সম্মেলনে জানালেন বিসিবির এমন আয়োজন দেখে তার মনে হয়েছিল, মুশফিক অবসরে যাচ্ছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রসিকতার ছলে মুমিনুল বলেন, ‘একটা সময় মনে হচ্ছিল, এটা (মুশফিক ভাইয়ের সংবর্ধনা দেওয়ার বিষয়টি) রিটায়ারমেন্টের দিকে যাচ্ছে। পরে দেখি না, শততম ম্যাচ সেলিব্রেশন হচ্ছে। বাইরের দেশে তো অবসরে গেলে এমন আয়োজন হয়।’
পরে মুশফিককে প্রশংসায় ভাসিয়ে মুমিনুল বলেন, '(মুশফিকের) উন্নতি... আমার চেয়ে আপনারা আরও বেশি দেখছেন। আমি তো হয়তো মাঠে যতক্ষণ থাকি, দেখি। আপনারা সারাদিন মাঠেই থাকেন। তারপর ফেসবুকে... আপনারা অনেক বেশি দেখেছেন। তো আমার মনে হয়, এরকম একটা মানুষ আসলে বাংলাদেশে... আমি জানি না দ্বিতীয়বার কেউ তৈরি হবে কি হবে না অথবা জন্মাবে কিনা।'
ডাবল সেঞ্চুরিও ডিজার্ভ করেন মুশফিক দাবি মুমিনুলের, 'রান করুক, না করুক- তার জিম, রানিং, ফুড থেকে শুরু করে সব চলতে থাকে। অনেকে থাকে যে একটু হতাশা থাকে। উনার মধ্যে কোন হতাশাও নেই। সব মেইনটেইন করে চলতে থাকে। তো ওটা আমার কাছে মনে হয় ওটা একটা ফল এখন... উনি ১০০ টেস্ট আসলে উনি ডিজার্ভ করেন। আর এর সঙ্গে কালকে যদি উনি ২০০ করেন, সেটাও উনি ডিজার্ভ করেন।'
আমার বার্তা/এমই
