চমক রেখে বিপিএলে ম্যাচ অফিসিয়াল ঘোষণা, নেই সিজান
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তার আগে ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও বাতিল হয়েছে। বিপিএল সংশ্লিষ্ট নতুন খবর, এই টুর্নামেন্টে ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশিত হয়েছে।
সবমিলিয়ে এবারের বিপিএলে আম্পায়ার হিসেবে থাকছেন ১০ জন। এর মধ্যে ৮ জন দেশি ও দুই জন বিদেশি। সাইমন টফেলসহ ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ৪ জন।
আম্পায়ার্স বিভাগের এক সদস্য ঢাকা পোস্টকে বলেন, ‘ম্যাচ রেফারি হিসেবে এখন পর্যন্ত যেটা নিশ্চিত হয়েছে, সেখানে আক্তার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম সাহেব এবং সাইমন টফেল। এছাড়া এহসানুল হক সিজান বিশ্বকাপে যাচ্ছেন, এ কারণে তিনি নেই। তাছাড়া বিপিএলের শুরু থেকে ম্যাচ রেফারি হিসেবে আইসিসির প্যানেলের যারা আছেন, তারাই থাকবেন।’
এদিকে দেশি আম্পায়ার হিসেবে শরফউদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদরা থাকবেন। বিদেশি হিসেবে রয়েছেন আসিফ ইয়াকুব এবং রুচিরা পল্লীগুরুরুগে।
