চাপে আছি, প্রচণ্ড চাপ : চট্টগ্রামের মালিকানা বদল প্রসঙ্গে মিঠু

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৭:২৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

কিছুতেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না বিপিএলের। ১২তম আসর শুরুর এক দিন আগেও পরিবর্তন আসলো একটি দলের মালিকানায়। আজ বৃৃহস্পতিবার সকালে চট্টগ্রাম দলের সব দায়িত্বভার গ্রহণ করেছে বিসিবি। এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু কথা বলেছেন গণমাধ্যমে।

সিলেটে আজ মিঠু বলেন, ‘তারা (চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি) বলেছেন আর্থিকভাবে তারা খুব বেকায়দায় আছে। কারণ তারা কোনো স্পন্সর পায়নি। কারণ গত এক মাস ধরে নানান গুজব ছড়িয়েছে, তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে প্রেসে অনেক কথা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও। সেই জন্য স্পন্সর জড়ো করতে পারেনি, এটার বোঝা তারা নিতে পারছে না।’

টুর্নামেন্ট শুরুর আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বারংবার নিশ্চিত করেছেন তারা ইন্টিগ্রিটি ও খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে কোন ছাড় দেবেন না। মিঠু বলেন, ‘আমরা যেই অবস্থানে আছি সেই অবস্থান থেকে একটুও নড়বো না। প্রথমটা হচ্ছে ইন্টিগ্রিটি ইস্যু, দ্বিতীয়টা খেলোয়াড়দের পারিশ্রমিক।’

এমন বাজে অবস্থাতেও ভালো দিক খুঁজছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব, ‘একটা দিক দিয়ে মনে হয় ভালো হয়েছে, একটু আগেও আমাদের অবস্থানের কথা বললাম। যদি আমরা খেলোয়াড়দের সাথে কথা বলে বলতাম পরে পয়সা নিও। তাহলেই তো হয়ে যেতো।’

বিপিএলের একদিন আগের এমন পরিস্থিতি নিয়ে চাপে বিসিবি। মিঠু বলেন, ‘অবশ্যই, চাপে আছি। দুই-তিন ঘণ্টা আগে যদি একটা দল বলে আমরা আর্থিকভাবে সাপোর্ট দিতে পারছি না। প্রচণ্ড চাপ। তারপরও আমরা সামলে নিয়ে হাবিবুল বাশারকে টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করিয়ে দুই ঘণ্টার মধ্যে টিম ডিরেক্টর, কোচ বাবুলকে ঢাকা থেকে উড়িয়ে আনা হয়েছে। আর নাফিস ইকবালকে ম্যানেজার করে ক্রিকেট বোর্ড মালিকানা নিয়েছে। যে চিঠিটা আমাদের দিয়েছে এটা লিগ্যাল বিষয়ের জন্য আমাদের লিগ্যাল দলকে পাঠিয়েছি।’


আমার বার্তা/এমই