পুরো বিশ্বে বিপিএলের জমজমাট লড়াই দেখা যাবে যেভাবে
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। আর এই আসরের প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে টিভি পর্দায়। শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বজুড়ে দেখা যাবে বিপিএলের জমজমাট লড়াই।
বিপিএল বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। এছাড়া অনলাইনে ট্যাপম্যাডের পাশাপাশি আকাশ গো অ্যাপে দেখা যাবে খেলা।
বিপিএলে পাকিস্তানের বড় সংখ্যক ক্রিকেটার অংশ নেন, ব্যতিক্রম নয় এবারও। পাকিস্তানে বিপিএল সরাসরি সম্প্রচার করবে এ স্পোর্টস এইচডি। এছাড়া ডিজিটাল প্লাটফর্মের মধ্যে এআরওয়াই জ্যাপ, মাইকো, তামাশা ও ট্যাপম্যাড অ্যাপ সরাসরি দেখাবে বিপিএল।
শ্রীলঙ্কায় ডায়লগের পাশাপাশি পিও টিভি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সব খেলা দেখাবে। ভারতে দেখা যাবে ফ্যানকোডের মাধ্যমে। এছাড়া নেপালে ডিশহোম ও আফগানিস্তানে এসওএলএইচটিভি বিপিএল সম্প্রচার করবে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো অঞ্চলে উইলো টিভি ও ডিআরএমের মাধ্যমে দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবগুলো ম্যাচ। ক্যারিবিয়ান অঞ্চলের ২৭ দেশে বিপিএল দেখাবে রাশ স্পোর্টস।
এছাড়া মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও বিশ্বের বাকি অঞ্চলে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিনামূল্যে খেলা উপভোগ করা যাবে।
আমার বার্তা/এল/এমই
