উৎসবমুখর পরিবেশে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল আলিয়া মাদরাসা মাঠে এসে জড়ো হচ্ছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে সিলেট মহানগরের ও সুনামগঞ্জের বিভিন্ন থানা এলাকা ও আশপাশের থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে মিছিল সহকারে মাঠে প্রবেশ করেন। মিছিলগুলোতে ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মাঠে আসা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলিয়া মাদরাসা মাঠ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বলেন, আলিয়া মাদরাসা মাঠে চলমান কর্মসূচিকে কেন্দ্র করে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আমার বার্তা/জেএইচ
