শারমিনের ফিফটি, সোবহানা ঝড়ে বাংলাদেশের চারে চার

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৭:৪০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিশ্বকাপ বাছাইপর্বে সুপার সিক্স নিশ্চিত করার পর আয়াল্যান্ডকেও হারাল বাংলাদেশ। শারমিন আক্তারের ফিফটি ও সোবহানা মোস্তারির ঝড়ো ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে তারা। তারপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ রানে জিতেছে দল।

আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। মুলপানিতে তৃতীয় ওভারে ১৩ রানে প্রথম উইকেট হারায় তারা। তারপর দিলারা আক্তারকে নিয়ে শারমিন ৭০ রানের জুটি গড়েন। দিলার ৩৫ রানে আউট হন। নিগার সুলতানা (১৩) অধিনায়কোচিত ইনিংস খেলতে পারেননি। শারমিনের সঙ্গে সোবহানার জুটি ২৫ রানের বেশি হয়নি।

সাত রানের ব্যবধানে বাংলাদেশ তিন উইকেট হারালেও সোবহানা ১৬ বলে ১ চার ও ৩ ছয়ে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে দেড়শ পার করেন। ইনিংসের শেষ বলে আউট হন তিনি।

আয়ারল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন জেন মাগুইরে ও আরলেন কেলি।

লক্ষ্যে নেমে শুরুটা ভালো করেছিল আয়ারল্যান্ড। অ্যামি হান্টার অধিনায়ক গ্যাবি লুইসকে নিয়ে ৫৩ রান এনে দিয়ে রিটায়ার্ড হার্ট হন। ১০ ওভারে বিনা উইকেটে ৬৮ রান তোলা আয়ারল্যান্ড বড় ধাক্কা খায় ১১তম ওভরে। স্বর্ণা আক্তার জোড়া আঘাত হানেন। এরপর রিতু মনি ও নাহিদা আক্তার কৃপণ বোলিংয়ে আয়ারল্যান্ড চাপে পড়ে। প্রয়োজনীয় রান রেট বাড়তে থাকে।

শেষ চার ওভারে ৪৩ রান দরকার ছিল আইরিশদের। ডেথ ওভারে রিতু ও নাহিদা চমৎকার বোলিংয়ে চেপে ধরেন প্রতিপক্ষকে। ১৯তম ওভারে রাবেয়া খান ইনিংস সেরা লুইসকে ৭৩ রানে ফেরালে আয়ারল্যান্ডের লড়াই শেষ হয়ে যায়। শেষ ওভারে ২০ রান দরকার ছিল। মারুফা দেন মাত্র ১০ রান। ৪ উইকেটে ১৪৪ রানে থামে আয়ারল্যান্ড।

৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন শারমিন। এনিয়ে বাছাইপর্বে গ্রুপ পর্বে চার ম্যাচের সবগুলোই জিতল বাংলাদেশ। 


আমার বার্তা/এমই