বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য দুঃখজনক: ডব্লিউসিএ
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:২৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

আগামী মাসে অনুষ্ঠেয় ২০ দলের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের না থাকা বিশ্ব ক্রিকেটের জন্য এক 'দুঃখজনক মুহূর্ত' হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। সংগঠনটি বলছে, খেলাটিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করতে স্টেকহোল্ডারদের এখন একযোগে কাজ করার সময় এসেছে।
নিরাপত্তা ইস্যুতে ভারত সফরে বাংলাদেশের অনীহার জেরে গত শনিবার টুর্নামেন্ট থেকে তাদের নাম বাদ পড়ে। প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের জেরে উদ্ভূত এই পরিস্থিতিতে বাংলাদেশের পরিবর্তে স্থলাভিষিক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে।
বাংলাদেশ তাদের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও তা নাকচ করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সংস্থাটির মতে, আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর একদম শেষ মুহূর্তে এসে সূচি পরিবর্তন করা বাস্তবসম্মত নয়। আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের দাবির বিপক্ষে ভোট দেয় বেশিরভাগ সদস্য। ভেন্যু বদলের আবেদন নাকচ হওয়ার পর বিশ্বকাপ খেলতে হলে ভারতে না যাওয়ার বিকল্প ছিলো না বিসিবির। কিন্তু সরকারি সিদ্ধান্তে ভারতে না যাওয়ার ঘোষণা আসে।
রবিবার এক বিবৃতিতে ডব্লিউসিএ-র প্রধান নির্বাহী টম মফ্যাট বলেন, 'টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার এবং ক্রিকেটের শীর্ষ এই আসরে একটি গুরুত্বপূর্ণ দেশের অনুপস্থিতি আমাদের খেলা, বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের জন্য এক বেদনার মুহূর্ত। বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে।'
তিনি আরও যোগ করেন, 'বিভেদ বা বর্জনকে জেঁতে বসতে না দিয়ে আমরা ক্রিকেট বিশ্বের নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানাচ্ছি—তারা যেন গভর্নিং বডি, লিগ ও ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে মিলে খেলাটিকে ঐক্যবদ্ধ করতে কাজ করেন।'
সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ দক্ষিণ এশীয় ক্রিকেটের বিদ্যমান অস্থিরতাকেই তুলে ধরছে। ভারতের সঙ্গে পাকিস্তানের বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণে আইসিসি এর আগে একটি বিশেষ ব্যবস্থা করেছিল, যেখানে প্রতিবেশী দেশ বৈশ্বিক আসরের আয়োজক হলেও ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ পায়।
আসন্ন বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার কথা থাকলেও দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নাকভি শনিবার জানিয়েছেন, তাদের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়।
একই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর দায়িত্বে থাকা নাকভি সাংবাদিকদের বলেন, 'প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে। তিনি ফিরলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।'
মফ্যাট বলেন, ক্রিকেটে বিভিন্ন চুক্তি মেনে না চলা এবং ক্রিকেটার ও তাদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনার অভাব নিয়ে ডব্লিউসিএ উদ্বিগ্ন।
তার মতে, 'এটি বিশ্বজুড়ে ক্রিকেটের বর্তমান পরিচালনা পদ্ধতির বড় ধরনের ত্রুটিগুলোই সামনে আনছে। এসব সমস্যার সমাধান না হলে খেলার প্রতি আস্থা ও ঐক্য নষ্ট হবে এবং দীর্ঘমেয়াদে ক্রিকেটের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।'
আমার বার্তা/জেইচ
