চ্যাম্পিয়ন্স লিগ: ৩৬ দল, এক রাত, অসংখ্য সমীকরণ
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১৩:৩৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ইউরোপের সেরা ক্লাবগুলোর জন্য অপেক্ষা করছে এক অনিশ্চিত রাত। চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২০২৬ মৌসুমের লিগ পর্ব শেষ দিনে পৌঁছে গেলেও চূড়ান্ত হয়নি তেমন কিছুই। এখনও নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারে ৩৬ দলের ৩০টিই। এক রাতের ফলাফলই কোনো মাঝামাঝির অবস্থানের দলকে টেনে তুলতে পারে সুপার এইটে। আবার কোনো ইউরোপীয় পরাশক্তিকে নামিয়ে দিতে পারে ঝূঁকিপূর্ণ প্লে-অফে। আবার শঙ্কা রয়েছে সরাসরি বিদায়েরও।
চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে জায়গা পাবে। ৯ থেকে ২৪ নম্বর দলকে খেলতে হবে দুই লেগের প্লে-অফ। আর নিচের ১২ দলের এবারের ইউরোপ যাত্রা শেষ হবে এখানেই।
এখন পর্যন্ত সেরা আটে জায়গা করতে পেরেছে মাত্র দুটো দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সুপার এইটে উঠেছে ইংলিশ ক্লাব আর্সেনাল ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। অন্যদিকে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, স্লাভিয়া প্রাগ, ভিয়ারিয়াল ও কাইরাত আলমাটি।
তবে এই নিশ্চিত হিসাবের মাঝেই রয়েছে বিশাল লড়াইয়ে ক্ষেত্র। সামান্য ব্যবধানেই কোনো দল উঠে যেতে পারে শেষ ষোলোতে। আবার ছিটকে পড়তে পারে পুরো টুর্নামেন্ট থেকেই।
কার কোথায় শেষ হতে পারে লিগপর্ব
শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে আর্সেনালের। শেষ ম্যাচে জয় কিংবা ড্র হলেই তাদের কেউ টপকাতে পারবে না। আবার হারলেও অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখের জয়টা কম ব্যবধানে থাকলেই এক নম্বরেই থাকবে গানার্সরা। এদিকে একমাত্র বায়ার্ন মিউনিখই পেছনে ফেলতে পারে আর্সেনালকে। এক্ষেত্রে শেষ ম্যাচে তাদের বড় ব্যবধানে জয়ের পাশাপাশি হারতে হবে আর্সেনালকে।
পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠার সুযোগ রয়েছে রিয়াল মাদ্রিদের। অবশ্য শেষ ম্যাচে জয়ের পাশাপাশি সমীকরণের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। এদিকে রিয়াল মাদ্রিদ ছাড়াও সেরা আটে থেকে লিগ পর্ব শেষ করার সুযোগ আছে লিভারপুল, টটেনহ্যাম, পিএসজি, নিউক্যাসল, চেলসি, বার্সেলোনা, স্পোর্টিং, ম্যানচেস্টার সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ ও আটালান্টা, ইন্টার মিলান, জুভেন্টাস, বরুশিয়া ডর্টমুন্ড, গালাতসারাই ও কারাবাগ।
সেরা বিশের মধ্যে থাকা সুযোগ আছে মার্সেই, মোনাকো, পিএসভি, লেভারকুজেন, অ্যাথলেটিক ক্লাব, অলিম্পিয়াকোস, নাপোলি ও কোপেনহেগেন, ক্লাব ব্রুজ, বোডো/গ্লিম্ট, বেনফিকা, পাফোস, ইউনিয়ন সাঁ-জিলোয়া ও আয়াক্সের। আর টুর্নামেন্টে কোনোভাবেই টিকে থাকার সুযোগ নেই ফ্রাঙ্কফুর্ট, স্লাভিয়া প্রাগ, ভিয়ারিয়াল ও কাইরাত আলমাটির।
সব হিসাব–নিকাশের শেষটা মিলবে এক রাতেই। ৩৬ দলের ভাগ্য ঝুলে আছে ৯০ মিনিটের পারফরম্যান্সে। কারও জন্য অপেক্ষা স্বপ্নের টপ-এইট, কারও জন্য বাঁচা–মরার প্লে-অফ, আবার কারও ইউরোপ যাত্রা থেমে যাওয়ার শঙ্কা। চ্যাম্পিয়ন্স লিগের এই রাত কোনো সাধারণ ম্যাচডে নয়। এখানে প্রতিটি গোল, প্রতিটি পয়েন্ট বদলে দিতে পারে ইতিহাস, বদলে দিতে পারে পুরো টেবিলের চেহারা।
আমার বার্তা/জেইচ
