ক্রিকেটারদের না পাঠালেও শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:৩৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচগুলো ছিল ভারতে। আইপিএলে মুস্তাফিজকে অন্যায়ভাবে বাদ দেওয়ার পর বাংলাদেশ দল নিরাপত্তার কারণে ভেন্যু পরিবর্তনের দাবি তুলেছিল। আইসিসি শ্রীলঙ্কার পরিবর্তে ভারতেই খেলার সিদ্ধান্তে অনড় থাকে। এতে বাংলাদেশ সরকার ক্রিকেটারদের নিরাপত্তা চিন্তা করে ভারত সফরের অনুমতি দেয়নি।
বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক-কূটনৈতিক সম্পর্কের উত্তপ্ততা চলছে। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ক্রিকেট দল ভারত না যাওয়ায় অনিশ্চয়তায় ছিল এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। কয়েক দিন অপেক্ষার পর আজ (বুধবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে ভারত যাওয়ার অনুমতি দিয়েছে। আজ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা এই সংক্রান্ত একটি আদেশ জারি করেন। এই চিঠি ভারতে বাংলাদেশ হাইকমিশন, ঢাকায় ভারতীয় দূতাবাসসহ সংশ্লিষ্ট সকল জায়গায় প্রেরণ করা হয়েছে।
২-১৪ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে এশিয়ান রাইফেল/পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। বিগত আসরগুলোতে বাংলাদেশের একাধিক শুটার অংশগ্রহণ করেছেন। এবার শুধুমাত্র রবিউলকে পাঠাচ্ছে ফেডারেশন। তার সঙ্গে একজন কোচ যাচ্ছেন।
ভারতে গত নভেম্বরে বাংলাদেশ যুব হকি দল চেন্নাই ও মাদুরাইয়ে বিশ্বকাপ খেলেছে। মুস্তাফিজের আইপিএল ঘটনাকে কেন্দ্র করে ডিসেম্বরের পর থেকে ক্রিকেটের সংকট ঘনীভূত হয়। বাংলাদেশ ক্রিকেট দলের ওপর নিরাপত্তার শঙ্কার কথাও আইসিসি’র একটি টিম তাদের পর্যবেক্ষণে জানিয়েছিল। সব কিছু মিলিয়ে বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।
আমার বার্তা/এমই
