শুনতে কি পাও 

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ | অনলাইন সংস্করণ

  কবিতা

প্রেতাত্মার ফ্যাসফ্যাসে কন্ঠস্বরে উন্মাদনার উস্কানি
বুঝতে কি পার 
প্রতিবিপ্লবের চোরাগলিতে ফোঁসফোঁস করছে বিষাক্ত ফণি।

দেখতে কি পাও 
শয়তানের চেলারা জুটেছে সোৎসাহে তোমার সুশোভিত এজলাশে
বুঝতে কি পার
ভাংগিছে অবিরত তোমার দেরাজ মুচকি হাসে তোমার সর্বনাশে।

শুনতে কি পাও
শহীদের আত্মার কালজয়ী প্রেমের বানী নিভৃতে কেঁদে ফিরে যায়
বুঝতে কি পার
সর্পরানীর মোহিনী রাগে, শয়তানের কলহাস্যে তুমি এখন বধির প্রায়।

বুঝতে কি পার
তোমারই পানপাত্র ভরিছে কেউ নীল বিষে, অক্লেশে করিছ পান
দেখতে কি পাও
নীল-রঙ মায়াজালে হারিয়েছ অকৃত্রিম সফেদ ভালবাসার গান।

মনে কি আছে
কি পরম ভালোবাসায় তাজা লালে রাজপথে আল্পনা এঁকেছিলে
ভুলে কি গেছ
কি স্বপ্নে লড়েছিলে অকুতোভয়ে, কি দৃঢ়তায় ফেরাউন হটিয়েছিলে।

ঘুমিওনা বন্ধু, দেখিও না ঘুম-স্বপন
রাখ অমলিন জাগ্রত-স্বপন, শত শহীদের শপথ
স্বদেশ তোমায় বলছে শোন 
স্বপ্ন যেন অধুরা না রয়, মানবতা যেন হারায়না পথ।