১৮ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১০:৫৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ● ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ ● ১৪ রবিউস সানি ১৪৪৬। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৫৬৫ - ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে স্পেনের উপনিবেশে পরিণত হয়।
 
১৭৪৮ - গ্রেট ব্রিটেন, স্পেন ও সার্ডিনিয়ার মধ্যে ‘আইলা শাপেল’ শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
 
১৮৬৬ - রাশিয়া সরকারিভাবে আলাস্কাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়।
 
১৯১০ - চীনের সাংহাই এর খ্রিষ্টিন ধর্মের যুব সমিতির উদ্যোগে চীনের প্রথম জাতীয় গেমসের উদ্বোধন হয়।
 
১৯১২ - ইতালি ও তুরস্কের ওসমানীয় খেলাফতের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
 
১৯১২ - বুলগেরিয়া, সার্বিয়া, গ্রীস ও মন্ট্রিনিগ্রো ওসমানীয় তুর্কি সেনাদের ওপর হামলা শুরু করার মাধ্যমে প্রথম বলকান যুদ্ধ শুরু করে।
 
১৯৬৭ - রুশ মহাশূন্যযান ভেনাস-৪ প্রথমবারের মতো শুক্রে নিরাপদে অবতরণ করে।
 
১৯৭১ - পাক-ভারত সীমান্ত থেকে উভয়পক্ষের সৈন্য প্রত্যাহারের জন্য মস্কোস্থ মার্কিন রাষ্ট্রদূতের প্রস্তাব।
 
১৯৭৩ - মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চা ও মেডিকেল টিম প্রেরণ করা হয়।
 
১৯৮৪ - আফ্রিকার মহাদেশে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় খরা দেখা দেয়।আফ্রিকার ৩৪টি দেশের মধ্যে ইথিওপিয়ার দুর্যোগ সবচেয়ে গুরুতর হয় এবং ২৪টি দেশে অনাহার দেখা দেয়। কমপক্ষে এক কোটি লোক গৃহহীন হয়।
 
১৯৮৫ - দক্ষিণ আফ্রিকার বোথা সরকারের হাতে কৃষ্ণাঙ্গ কবি বেঞ্জামিন মালায়েস এর ফাঁসি হয়।
 
১৯৮৫ - চীনের প্রথম জাতীয় কিশোর-কিশোরী গেমস চীনের জেনযৌ শহরে সফলভাবে সমাপ্ত হয়।
 
১৯৮৯ - পূর্ব জার্মান কমিউনিস্ট পার্টির প্রধান এরিক হোনেকার ক্ষমতা হারান।
 
১৯৯২ - চীনা কমিউনিস্ট পার্টি চতুর্দশ কংগ্রেসে সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির প্রতি সমর্থন জানায়।
 
১৯৯৫ - চীনের রাজধানী বেইজিংএ চীন বার রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে দুদেশের পশ্চিমাংশের সীমান্ত নির্ধারণ সংক্রান্ত চুক্তি অনুমোদন হয়।
 
১৯৯৮ - এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবেশ আর উন্নয়ন সম্মেলনের ষষ্ঠ বার্ষিক অধিবেশন চীনের গুয়েলিন শহরে সমাপ্ত হয়।
 
২০০১ - চীনের সাংহাইয়ে এপেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতাদের মধ্যে সন্ত্রাস দমনসহ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। চীনের তৎকালীণ প্রেসিডেন্ট চিয়াং ছে মিন এবং মার্কিন প্রেসিডেন্ট বুশ এই সম্মেলনে ভাষণ দেন।
 
২০২০ - দীর্ঘ ৩০ বছর পর সৌদি ও ইরাকের মধ্যে স্থলসীমান্ত উন্মুক্ত করা হয়।

ইতিহাসে আজকে যাদের জন্ম :
 
১৭৮৫ - টমাস লাভ পিকক, ইংরেজি ঔপন্যাসিক, কবি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা।
 
১৮০৪ - রাজা মংকুট, শ্যামদেশের (থাইল্যান্ডের) চক্রী রাজবংশের চতুর্থ রাজা।
 
১৮৫৪ - বিলি মারডক, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
 
১৮৫৯ - অঁরি বের্গসন, বিশিষ্ট ফরাসি দার্শনিক।
 
১৮৭৫ - লেন ব্রন্ড, বিখ্যাত ইংরেজ ক্রিকেট তারকা।
 
১৮৯৪ - এইচ. এল. ডেভিস, মার্কিন ঔপনাসিক ও কবি।
 
১৮৯৮ - লট্টে লেনিয়া, অস্ট্রীয়-মার্কিন অভিনেত্রী।
 
১৯০২ - মিরিয়াম হপকিন্স, আমেরিকান অভিনেত্রী।
 
১৯০৫ - ফেলিক্স হওফোয়েত-বোদরি, আইভেরিয়ান রাজনীতিবিদ এবং প্রথম রাষ্ট্রপতি।
 
১৯০৬ - শিল্প ও সাহিত্যজগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব লেডি রাণু মুখোপাধ্যায়।
 
১৯১৮ - পরিতোষ সেন, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।
 
১৯১৯ - পিয়ের ট্রুডো, কানাডীয় রাজনীতিবিদ এবং কানাডার ১৫ তম প্রধানমন্ত্রী।
 
১৯২০ - মেলিনা মার্কুরি, গ্রিক অভিনেত্রী, গায়িকা ও রাজনীতিবিদ।
 
১৯২৫ - ইলা মিত্র, বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেতা।
 
১৯২৬ - চাক বেরি, মার্কিন গায়ক, গীতিকার এবং রক এ্যান্ড রোল সংগীতের প্রবর্তক।
 
১৯২৬ - ক্লাউস কিন্‌স্কি, জার্মান অভিনেতা।
 
১৯২৭ - জর্জ সি. স্কট, মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
 
১৯৩৩ - আরউইন মার্ক জ্যাকবস, তড়িৎ প্রকৌশলী।
 
১৯৩৯ - লি হার্ভে অসওয়াল্ড, মার্কিন রাষ্ট্রপতি জন এফ. কেনেডির আততায়ী।
 
১৯৪০ - পরাণ বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেতা।
 
১৯৫০ - ভারতীয় এবং ব্রিটিশ অভিনেতা ওম রাজেশ পুরী।
 
১৯৫২ - রয় ডায়াস, শ্রীলঙ্কার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও কোচ।
 
১৯৫৬ - মার্টিনা নাভ্রাতিলোভা, বিখ্যাত আমেরিকান টেনিস খেলোয়াড় ও কোচ।
 
১৯৬১ - গ্ল্যাডস্টোন স্মল, সাবেক ইংরেজ ক্রিকেটার।
 
১৯৬৪ - শেখ রাসেল, শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র।
 
১৯৬৫ - জাকির নায়েক, ইসলামিক পণ্ডিত ও গবেষক।
 
১৯৬৮ - স্টুয়ার্ট ল, অস্ট্রেলিয়ার ক্রিকেটার।
 
১৯৭৮ - জয়তিকা সারাভানান, ভারতীয় তামিল অভিনেত্র।
 
১৯৮১ - নাথান হারিৎজ, সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার।
 
১৯৮৪ - ফ্রিডা পিন্টো, ভারতীয় অভিনেত্রী এবং মডেল।
 
১৯৮৪ - এস্পারেন্জা স্পলডিং, আমেরিকান জ্যাজ বেসবাদক, সেল্লোবাদক এবং গায়ক।
 
১৯৮৭ - জ্যাক এফ্রন, আমেরিকান অভিনেতা এবং গায়ক।

ইতিহাসে আজকে যাদের মৃত্যু :

১৬৭৮ - চিত্রশিল্পী ইয়াকপ ইয়োরদানস।
 
১৮৭১ - চার্লস ব্যাবেজ, ইংরেজ গণিতবিদ।
 
১৯১৪ - কবি আজিজুর রহমান।
 
১৯২৩ - মোহাম্মদ নজিবর রহমান, বাংলা ভাষার ঔপন্যাসিক।
 
১৯৩১ - টমাস আলভা এডিসন, মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী।
 
১৯৩৪ - সান্তিয়াগো রামোন ই কাহাল, স্পেনীয় রোগবিজ্ঞানী, কলাস্থানবিদ এবং স্নায়ুবিদ।
 
১৯৭৮ - রামোন মের্কাদের, স্পেনীয় সাংবাদিক, লিওন ট্রটস্কির হত্যাকারী।
 
১৯৮০ - দেবব্রত বিশ্বাস, রবীন্দ্রসঙ্গীত শিল্পী।
 
১৯৯৩ - শহীদ ডা. মিজানুর রহমান ও মো. বোরহান উদ্দিন শাহাদাত।
 
২০০৪ - শঙ্কু মহারাজ, প্রখ্যাত বাঙালি ভ্রমণ সাহিত্যিক।
 
২০০৫ - জনি হেইন্স, ইংরেজ ফুটবলার।
 
২০০৭ - লাকি ডুবে, দক্ষিণ আফ্রিকার একজন রেগে শিল্পী।
 
২০১৮ - আইয়ুব বাচ্চু, বাংলাদেশি সঙ্গীত শিল্পী।

 

আমার বার্তা/এমই