১০ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আজ বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ● ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ● ১৬ রবিউল আউয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১৭৯৪ - কলকাতায় বিলাতের অনুরূপ মিউনিসিপ্যাল স্বাস্থ্যবিধি চালু হয়।
১৮২৩ - দক্ষিণ আমেরিকার একাধিক দেশের স্বাধীনতার অগ্রাধিনায়ক সিমন বলিভার পেরুর রাষ্ট্রপতি হন।
১৮৯৮ - অষ্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথকে হত্যা করা হয়।
১৯১৯ - প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তিদের সঙ্গে অস্ট্রিয়ার সাঁ-জের্মাঁ চুক্তি স্বাক্ষরিত।
১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডা জার্মানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জোটে যোগ দেয়।
১৯৬৭ - জিব্রাল্টারের জনগণ স্পেনের অংশ হওয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের অধীনেই থাকার পক্ষে ভোট দেয়।
১৯৭৪ - পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি-বিসাউ স্বাধীনতা লাভ করে।
১৯৯১ - যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ম্যাসিডোনিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯৩ - দীর্ঘ ৪৫ বছরের বৈরিতার অবসান ঘটিয়ে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি দেয়।
২০০২ - সুইজারল্যান্ড জাতিসংঘের ১৯০তম সদস্যরাষ্ট্র হয়।
২০০৮ - বিজ্ঞানের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচিত লার্জ হ্যাড্রন কলাইডার চালু করা হয়।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৭৭১ - মঙ্গো পার্ক, আফ্রিকা আবিষ্কারক অভিযাত্রী।
১৮৩৯ - চার্লস স্যান্ডার্স পেয়ার্স, মার্কিন পদার্থবিজ্ঞানী ও দার্শনিক।
১৮৬৩ - চার্লস স্পিয়ারম্যান, ইংরেজ মনোবিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ।
১৮৭২ - কুমার শ্রী রঞ্জিতসিংজী, কিংবদন্তি ক্রিকেটার ও ভারতীয় রাজা। তিনি ইংল্যান্ডের পক্ষে ১৫টি টেস্ট ম্যাচ খেলেন।
১৮৮৭ - গোবিন্দ বল্লভ পন্থ , ভারতের স্বাধীনতা সংগ্রামী ও আধুনিক ভারতের রূপকার।
১৮৮৯ - পুণ্যলতা চক্রবর্তী, বাঙালি শিশুসাহিত্যিক।
১৮৯০ - অসিত কুমার হালদার ,বাংলা স্কুলের ভারতীয় চিত্রশিল্পী এবং শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সহকারী।
১৮৯০ - ফ্রানৎস ভেরফেল, একজন অস্ট্রিয়-বোহেমিয়ান ঔপন্যাসিক, নাট্যকার এবং কবি।
১৮৯২ - আর্থার কম্পটন,১৯২৭ নোবেলজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৮৯৪ - অলিয়েক্সান্দর দভজেন্কো, ইউক্রেনে জন্মগ্রহণকারী সোভিয়েত চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও লেখক।
১৮৯৮ - বেসি লাভ, ছিলেন একজন মার্কিন-ব্রিটিশ অভিনেত্রী।
১৯১২ - বসপ্পা ধনপ্পা জত্তী, ভারতের পঞ্চম উপরাষ্ট্রপতি।
১৯১৪ - রবার্ট ওয়াইজ, মার্কিন চলচ্চিত্র সম্পাদক, সাউন্ড ইফেক্ট সম্পাদক, প্রযোজক এবং পরিচালক।
১৯১৫ - এডমন্ড ওব্রায়েন, ছিলেন একজন মার্কিন অভিনেতা।
১৯২২ - ধনঞ্জয় ভট্টাচার্য ,প্রখ্যাত বাঙালি সংগীতশিল্পী ও সুরকার।
১৯২০ - সি আর রাও,পরিসংখ্যানে আন্তর্জাতিক পুরস্কারে (গণিতে নোবেল) সম্মানিত ভারতীয়-আমেরিকান পরিসংখ্যানবিদ।
১৯২৩ - গ্লেন পি. রবিনসন, তিনি ছিলেন একজন আমেরিকান ব্যবসায়ী এবং সায়েন্টিফিক আটলান্টার প্রতিষ্ঠাতা।
১৯৪১ - এটিএম শামসুজ্জামান, বাংলাদেশি অভিনেতা, পরিচালক ও লেখক।
১৯৪১ - স্টিভেন জে গুল্ড একজন মার্কিন জীবাশ্মবিজ্ঞানী, বিবর্তনবাদী জীববিজ্ঞানী এবং বিজ্ঞানের ইতিহাসবিদ।
১৯৫৩ - অ্যামি আরভিং, একজন মার্কিন অভিনেত্রী।
১৯৫৮ - ক্রিস কলম্বাস, একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্য লেখক।
১৯৬০ - কলিন ফার্থ, একজন ইংরেজ-ইতালীয় অভিনেতা।
১৯৬৪ - জ্যাক মা, চীনের শীর্ষ ধনী ব্যক্তি এবং আলিবাবা গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা।
১৯৬৮ - গাই রিচি, একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক তিনি তার ক্রাইম চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত।
১৯৭৪ - রায়ান ফিলিপ, একজন মার্কিন অভিনেতা।
১৯৮৬ - ইয়ন মর্গ্যান, আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়।
১৯৮৯ - ম্যাট রিচি, একজন ইংরেজ–স্কটল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।
১৯৯১ - স্যাম মরসি, একজন মিশরীয় পেশাদার ফুটবলার।
১৯৯৫ - জ্যাক গ্রিলিশ, একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়।
২০০১ - আর্মান্দো ব্রোয়া, একজন ইংরেজ-আলবেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
২১০ বিসি - ছিন শি হুয়াং,ছিলেন চীনের ছিন রাজ্যের রাজা।
১৭৪৯ - এমিলি দ্যু শাতলে, ফরাসি গণিতবিদ এবং পদার্থবিদ।
১৭৯৭ - মেরি ওলস্টোনক্রাফট, ইংরেজ নারীবাদী লেখিকা।
১৮০৬ - ইয়োহান ক্রিস্টফ আডেলুং, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৯১৫ - বাঘা যতীন, বাঙালি বিপ্লবী।
১৯২৩ - সুকুমার রায়, বাংলা ভাষার শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকদের একজন।
১৯৪৩ -সত্যেন্দ্রচন্দ্র বর্ধন, বাঙালি বিপ্লবী ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহীদ।
১৯৪৩ -ভাক্কম আব্দুল খাদের, দক্ষিণ ভারতীয় বিপ্লবী এবং আজাদ হিন্দ ফৌজের একজন সৈনিক।
১৯৭৫ - জর্জ প্যাগেট থমসন, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।
১৯৭৯ - আগস্টিনহো নেটো, ছিলেন ১ম অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি।
১৯৮৩ - ফেলিক্স ব্লখ, সুইজ পদার্থবিজ্ঞানী, তিনি বিজ্ঞানী এডওয়ার্ড মিল্স পারসেলের সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
১৯৮৩ - বি জে ভরস্টার, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি।
১৯৮৮ - অমিয়কুমার বন্দ্যোপাধ্যায়,ভারতীয় বাঙালি লেখক ও প্রাবন্ধিক।
২০০৫ - হেরমান বন্ডি, অস্ট্রিয়ান গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।
২০০৭ - জেন ওয়াইম্যান, ছিলেন একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী ও মানবহিতৈষী।
২০২০ - ডায়ানা রিগ, একজন ইংরেজ অভিনেত্রী ছিলেন।
২০২৩ - ইয়ান উইলমুট, ইংরেজ ভ্রুণতত্ত্ব বিজ্ঞানী।
ছুটি ও অন্যান্য :
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস।
আমার বার্তা/এমই