বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিগত সাড়ে পনেরো বছরে ঘটে যাওয়া সকল প্রকার নির্যাতন, যৌন হয়রানি,র্যাগিং,সিট বাণিজ্য,অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ দাখিলের সময়সীমা ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে বাকৃবির তদন্ত কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বিষয়টি অবহিত করেন।
এর আগে,গত ২২শে সেপ্টেম্বর গঠিত ওই গণতদন্ত কমিশন বিগত ৯ অক্টোবর থেকে সরেজমিনে এবং ১০ অক্টোবর থেকে অনলাইনের মাধ্যমে অভিযোগ গ্রহণ শুরু করেছিলো।১০ই নভেম্বর পর্যন্ত অভিযোগ দাখিলের শেষদিন নির্ধারণ করা হলেও বর্তমানে তা বর্ধিত করে ১৬ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।
বাকৃবির তদন্ত কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, শিক্ষার্থীদের অনুরোধের ভিত্তিতে আমরা অভিযোগ দাখিলের সময়সীমা ১৬ নভেম্বর পর্যন্ত বর্ধিত করেছি। অনেক শিক্ষার্থী যারা ক্যাম্পাসের বাহিরে ছিলো বিশেষ করে গ্রামাঞ্চলে অবস্থানরত শিক্ষার্থীরা পূর্বে নির্ধারিত সময়ে অভিযোগ দাখিল করতে পারেনি, আবার বিদেশে অবস্থানরত শিক্ষার্থীরাও অনলাইনে কিছু কারিগরি ত্রুটি থাকার কারণে অভিযোগ জমা দিতে পারেননি, অনেক শিক্ষার্থী আবার ওই সময়ের মধ্যে সকল তথ্য প্রমাণাদি গুছিয়ে তুলতে পারেনি, এ সমস্ত বিষয় বিবেচনা করেই অভিযোগ দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্ধারিত সময়সীমা শেষ হলে দ্রুততর সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্নের কাজ শুরু করা হবে।
উল্লেখ্য,২৬ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিশনে সভাপতি হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।