ফের সিগন্যাল চ্যাটে হামলার তথ্য ফাঁস, বিপাকে পেন্টাগন
যুক্তরাষ্ট্রে ফের সংবেদনশীল ও গোপন তথ্য ফাঁস হয়েছে সিগন্যাল চ্যাটে। ইয়েমেনের ইরান-ঘনিষ্ঠ হুথিদের ওপর গত মার্চের আক্রমণের গোপন তথ্য সিগন্যাল চ্যাটের একটি গ্রুপে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
রয়টার্স সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে, সেই গ্রুপে ছিলেন হেগসেথের স্ত্রী, ভাই এবং আইনজীবী।
সাম্প্রতিককালে