এফডিসিতে শেষবারের মতো আসলেন নায়ক জাভেদ
বিকেলে উত্তরা থেকে এফডিসির উদ্দেশে রওনা হয় শীতল গাড়ি। নায়ক জাভেদকে নিয়ে এফডিসিতে প্রবেশ করে সেটি। সেখানে অপেক্ষা করছিলেন নায়ক জাভেদের সহকর্মী অন্য নায়ক ও খলনায়কেরা। সমসাময়িক তেমন কেউ নেই বললেই চলে। যারা আছেন, তারা জাভেদের স্নেহভাজন। শেষবার এফডিসিতে নায়ক