পারিবারিক গল্পে ভৌতিক রহস্য, আসছে তারকাবহুল ‘আঁতকা’
নতুন বছরের শুরুতেই বিশেষ চমক নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। আগামী ১৪ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘আঁতকা’। পারিবারিক গল্পের আবহে তৈরি এই সিরিজে দর্শকদের জন্য রাখা হয়েছে এক ভৌতিক গল্পের রহস্য।
রাবা খানের গল্প ও চিত্রনাট্যে সিরিজটি