সারা দেশে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
রোববার (১৩ জুলাই) ঢাকা কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করে।
সকালে কলেজের প্রধান গেইট থেকে বিক্ষোভ শুরু করে সাইন্স ল্যাব মোড় ঘুরে আবার প্রধান গেইটে মিছিলটি শেষ হয়।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় তারা এ বিক্ষোভ মিছিল করে বলে জানা যায়। সে সময় তারা চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আমার বার্তা/এল/এমই