রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকায় বাসের ধাক্কায় নূরুল ইসলাম (৬০)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নুরুল ইসলাম শরীয়তপুরের জাজিরা উপজেলার উমরদিকান্দি গ্রামের সামছুদ্দিন সরকারের ছেলে। বর্তমানে পরিবার নিয়ে শনির আখড়ায় ভাড়া থাকতেন বলে জানিয়েছেন স্বজনরা।
বুধবার(১৮ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতে ভাগিনা পারভেজ জানান, আমার মামা মৎস ভবনে একাউন্ট বিভাগে চাকরি করতো। অফিস ছুটির পরে স্টাফ বাসে করে শনির আখড়া এলাকায় নেমে বাসায় ফেরার উদ্দেশ্যে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মামা আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আমার বার্তা/এম রানা/জেএইচ