রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশে একটি গাছ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
বুধবার (২২ জানুয়ারি) ভোরের দিকে এ ঘটনাটি ঘটে। পরে সকাল সোয়া ১০ টা নাগাদ অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই)
মোঃ হাদিউজ্জামান বলেন, আজ সকালের দিকে খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশের একটি মেহেগনি গাছের ডালে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই ব্যক্তিটি আর বেঁচে নেই।
এসআই আরও জানান, আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার বার্তা/জেএইচ/এমরানা