রাজধানীর বনানী থানার ৫ নম্বর রোডের একটি বাসা থেকে আহারার মাসুদ দ্বীপ (৪০) নামে সাবেক এক ব্যাংকারের ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আজ সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক হাসান।
তিনি বলেন, রাত দেড়টার দিকে আমরা খবর পেয়ে বনানীর ৫ নম্বর রোডের এফ ব্লকের ৯৮ নম্বর বাসায় যাই। সেখানে গিয়ে দেখতে পারি ফ্যানের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে ঝুলে আছে। পরে আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছি।
তিনি আরও জানান, পরিবারের কাছ থেকে জানতে পারি তিনি একটি বেসরকারি ব্যাংকের ক্রেডিট সেকশনে চাকরি করতেন। গতবছর তার চাকরি চলে যায়। এরপর তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দেয়। তার নয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। চাকুরি না থাকা একাকিত্ব আর্থিক সংকট ও হতাশাগ্রস্ত হয়ে তিনি সবার অগোচরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে। তাদের বাড়ি চট্টগ্রাম জেলার চকবাজার থানার পাসলাইশ এলাকায়।
আমার বার্তা/এল/এমই