গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালকে দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ জুলাই) হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা এ দাবি জানান। সেই সাথে শিক্ষার্থীদের আবাসিক সমস্যার সমাধান এবং তাদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান তারা।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
তিনি দাবি করেন, একই সময়ে প্রতিষ্ঠিত দেশের বিভিন্ন মেডিকেল কলেজের আবাসিক সমস্যার সমাধান হলেও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের আবাসিক ভবনের নির্মাণ কাজে দীর্ঘসূত্রতার কারণে এখনও শেষ হয়নি। ফলে অনেক টাকা খরচ করে শিক্ষার্থীরা শহরে বিভিন্ন বাসা বাড়িতে ভাড়া থাকে। এতে পড়ালেখায় বিঘ্ন ঘটে এবং তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। বিভিন্ন সময় মিডিয়াতে মেডিকেল কলেজ এবং হাসপাতাল নিয়ে যেসব দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়েছে, এগুলি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/প্রতাপ কুমার গোপ/এমই