ই-পেপার রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নির্যাতিত আ.লীগ কর্মীকে গ্রেপ্তার করলে আমি এর বিরুদ্ধে: রিজভী

আমার বার্তা অনলাইন:
২৪ নভেম্বর ২০২৪, ১৮:০৩

নাটোরের বড়াইগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ পরিবারের লোকজনের সামনে উজ্জ্বল কুমার মন্ডল (২৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে প্রকাশ্যে পেটানোর ঘটনায় খোঁজ-খবর নিতে এসেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় তিনি বলেছেন, ভিকটিমকেই যদি গ্রেপ্তার করা হয়, এটা বেআইনি। আমি জানতাম না তাকে গ্রেপ্তার করা হয়েছে। বরং আমি বলেছি, যারা এর জন্য দায়ী সে বিএনপির লোক হলেও তার বিরুদ্ধে পুলিশকে মামলা নিতে বলেছি। ঘটনায় জড়িত অনেকের নাম পেয়েছি, যারা আমাদের দলের নাম ব্যবহার করে কাজটি করেছে, অথচ তারা রাজনীতি করে না। তার (আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল) ওপর আক্রমণ হয়েছে, এ কারণে ভিকটিমকেই গ্রেপ্তার করা হয়েছে, আমি চূড়ান্তভাবে এটার বিরুদ্ধে। তবে তার নামে যদি পূর্বের মামলা বা ঘটনা থাকে সেটা আমি বলতে পারবো না।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে ডাকা এক জরুরি প্রেস ব্রিফিংয়ে রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা নেতৃবৃন্দকে বলা হয়েছে এবং প্রশাসনিক ব্যবস্থার জন্য থানায় বসে ওসি সাহেবকে বলে এসেছি এবং জানতে চেয়েছি কেন এ বিষয়ে এখনো ব্যবস্থা গ্রহণ করেননি তারা।

রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে পাঠিয়েছেন বিষয়টি জানার জন্য। ৫ আগস্টের পর তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সংযত থাকতে নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন কেউ যাতে আইন হাতে তুলে না নেয়। নাটোরে যার ওপর হামলা হয়েছে শুনেছি সে বিগত সময় আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিল। কিন্তু তাকে বাসা থেকে তুলে এনে মারধর করা বেআইনি কাজ, এটা তো হতে পারে না, আমরা সেই দল করি না।

রিজভী বলেন, আপনারা জানেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে এ পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটা যখন নতুন করে গড়ে উঠছে এবং গণতন্ত্রের পথে যে নতুন যাত্রা শুরু হয়েছে কেউ যাতে এই যাত্রাকে ব্যাহত করতে না পারে।

তিনি আরও বলেন, গত ১৫ বছর ভয়াবহ শাসন কায়েম হয়েছে। এই নাটোরে আমার প্রাণ হাতে নিয়ে আসতে হয়েছে। নাটোরের অবৈধ এমপি শিমুল দলের সিনিয়র নেতাকর্মীদের ওপর হামলা করত। এদের বিবেক ছিল না, মানবতা ছিল না।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, গত বুধবার (২০ নভেম্বর) দুপুরে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ পরিবারের লোকজনের সামনে উজ্জ্বল কুমার মন্ডল (২৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে পুলিশে দেয় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পুলিশ উজ্জ্বলকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে।

সেখান থেকে তাকে ফৌজদারি আইনের ১৫১ ধারায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রাম আমলি আদালতে পাঠালে আদালত ওই দিনই তার জামিন মঞ্জুর করেন।

পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করে।

আমার বার্তা/এমই

পাইকগাছায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

পাইকগাছা সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী রানী রায়ের বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতা অপব্যবহারের অভিযোগ

নকলায় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

শেরপুরের নকলায় রুমানা আক্তার নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।শুক্রবার রাতে উপজেলার

কুড়িগ্রামে শীতের আগমনী বার্তায় লেপ তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, হিমেল হাওয়া এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন হচ্ছে সকাল সন্ধ্যা। সকালের সবুজ

নীলফামারীতে সাবেক ভাইস চেয়ারম্যান সহ গ্রেফতার ২

নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

নকলায় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

কুড়িগ্রামে শীতের আগমনী বার্তায় লেপ তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

নীলফামারীতে সাবেক ভাইস চেয়ারম্যান সহ গ্রেফতার ২

কক্সবাজারে ভোরের চেতনা প্রত্রিকার ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামালপুরে ট্রাক্টর সহ আকাশমনি গোলাই জব্দ

টেকনাফে সমুদ্র সৈকতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

ইসির সম্মেলন কক্ষ থেকে নামানো হলো শেখ মুজিবের ছবি

স্কুলে ভর্তি: সরকারিতে দ্বিগুণ, বেসরকারিতে ৮০ ভাগ আসন ফাঁকা

দুই ডেপুটি গভর্নরকে তাড়াতে ফের উত্তাল বাংলাদেশ ব্যাংক

বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা

১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ

ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি, পুলিশের গুলিতে নিহত ৩ মুসল্লি

নারায়ণগঞ্জে পাইপ উঠানোর সময় বিদ্যুতায়িত হয়ে দগ্ধ ২

পবিপ্রবিতে ২৫ শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, বহিষ্কার ৭

হত্যা মামলায় গ্রেপ্তার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত

শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ন্যাশনাল মেডিকেলে শিক্ষার্থীদের ভাঙচুর

বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে চীন বাংলাদেশের বড় অগ্রাধিকার

নভেম্বরের ২৩ দিনে এলো ২০ হাজার ৭১৬ কোটি টাকার রেমিট্যান্স

নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির