মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম সংলগ্ন পেট্রোলিয়াম পাম্পে আইন অমান্য করে খোলা কনটেইনে অবাধে বিক্রি হচ্ছে শতশত লিটার অকটেন।
সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৪ টায় মহাসড়ক সংলগ্ন আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় জে এম আই পাম্পে একটি মাইক্রোবাসের ভিতরে থাকা খোলা কনটেইনে অকটেন বিক্রি করতে দেখা গেছে।
সরজমিনে দেখা যায় মাইক্রোবাসের ভিতরে বসেথাকা সাদা পোশাক এক যুবক কন্টেন্ট ভর্তি করে নিচ্ছে অকটেন। সংবাদকর্মীরা তার পরিচয় জানতে চাইলে নাম না বলে পাম্পের লোকের সাথে কথা বলতে বলেন। জে এম আই কোম্পানির পাম্পে নিযুক্ত শ্রমিক রহিম জানান কয়েকদিন পর পর এভাবে অকটেন নিচ্ছে খাতনামা একটি কোম্পানির লোক। খোলা কন্টেইনে অকটেন বিক্রি করা অনুমতি বিষয়ে বলেন অফিস থেকে অর্ডার দেয়া আছে। আপনারা অফিসের সাথে কথা বলেন। জেএমআই পাম্প ম্যানেজার বেলাল জানান লোক চিনা জানা হলে বিক্রি করা যায়। গজারিয়া থানা থেকে বলা আছে কোম্পানির কাছে বিক্রি করা যাবে। এ বিষয়ে আমাদের কাছে লিখিত কোন অনুমতি নেই।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপণন বিভাগ নাম প্রকাশে অনিচ্ছুক এক সচিব জানান খোলা বাজারে অকটেন বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। তিনি আরও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা জেলা প্রশাসক মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিতে পারেন।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার জানান তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমার বার্তা/মুকবুল হোসেন/েএমই