নানা আয়োজনের মধ্যে দিয়ে রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি উদযাপিত হয়েছে। ৫ জানুয়ারী (রবিবার) সকাল ১০ ঘটিকার সময় লংগদু উপজেলা ছাত্রদলের নেতৃত্বে গাথাছড়াঁ ব্রিজ থেকে শুরু করে মাইনীমুখ ইউনিয়ন পরিষদের সমনে আনন্দ র্যালি শেষ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১ ঘটিকায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিকাল ৩ ঘটিকার সময় লংগদু উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে পরে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরন কর্মসূচি পালন করা হয়।
লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রায়হানুল হক সভাপতিত্বে সদস্য সচিব মোঃ তানজির হোসাইনের সঞ্চালনায় প্রধান অথিথি হিসেবে ছিলেন রাংগামাটি জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মোঃ আবু নাছির, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাংগামাটি জেলা বিএনপি সহ সভাপতি ও লংগদু উপজেলা বিএনপি সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।