কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের কৃতি সন্তান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস সাবেক উপ-সচিব ইঞ্জিনিয়ার এমএ মতিন খান বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদমর্যাদায় (গ্ৰেড – ১) পদোন্নতি পেয়েছে। গত রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ভূতাপেক্ষ পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পদোন্নতির তারিখ থেকে প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধা পাবেন। আবদুল মতিন পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে উপ-সচিব থেকে দীর্ঘ সময় ওএসডি হয়ে ২০২০ সালে অবসরে যান। অবশেষে বেগম খালেদা জিয়ার এপিএস ভুক্তভোগী এই উপ-সচিবকে পদোন্নতি দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসায় ‘পদবঞ্চিত’ হয়ে অবসরে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব থেকে সচিব পদমর্যাদা (গ্রেড-১) পদে পদোন্নতি দিয়েছে সরকার। চাকুরী জীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ। তার বিরুদ্ধে পতিত শেখ হাসিনার সরকার একাধিক মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হয়েছিল তার সততার গুণে কোনোটিই ধুঁপে টেকেনি। দেরিতে হলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস ইঞ্জিনিয়ার আবদুল মতিন খানের এই পদোন্নতিতে কুমিল্লা -০২, (হোমনা, মেঘনা) আসন ও তিতাস উপজেলাবাসীর অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন। সাদা মনের মানুষ ইঞ্জিনিয়ার এমএ মতিন খানের পদোন্নতিতে হোমনা- তিতাসবাসী আনন্দিত ও গর্বিত।